সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, রুপনা চাকমাসহ জাতীয় দলের একাধিক তারকা নিয়ে গড়া দল নাসরিন স্পোর্টস একাডেমী। অনূর্ধ্ব-১৯ ফুটবলে আলো ছড়ানো মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, সুরভী আখন্দ প্রীতিসহ শক্তিশালী দল গড়েছে আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাবও (এআরবি)।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দলের সেই ম্যাচ ড্র হয় ২-২ গোলে। নাসরিন একাডেমির হয়ে একটি করে গোল কৃষ্ণা রানী ও সাবিনা খাতুনের। এআরবির হয়ে জোড়া গোল সুরভী আকন্দ প্রীতির।
৫ ম্যাচে নাসরিন একাডেমির পয়েন্ট ১৩ আর ৬ ম্যাচে এআরবির ১৩। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে ভালোভাবে আছে বাংলাদেশ সেনাবাহিনীও।
আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব প্রথম মিনিটেই এগিয়ে যায় প্রীতির গোলে। পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক রূপনা চাকমা বিপদমুক্ত করতে যেয়ে বল লাগান প্রীতির গায়ে। ভাগ্যের ছোঁয়ায় পাওয়া বল জালে জড়াতে ভুল করেননি তিনি।
ঋতুপর্না চাকমার ক্রসে কৃষ্ণা সমতা ফেরান পঞ্চম মিনিটে। ২১ মিনিটে কৃষ্ণার থ্রু পাস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে ডান পায়ের প্লেসিং শটে নাসরিন একাডেমিকে এগিয়ে দেন সাবিনা খাতুন।
৮৪ মিনিটে প্রীতির গোলে সমতা ফেরায় এআরবি। তহুরা খাতুনের কাছ থেকে বল পেয়ে শাহেদা আক্তার রিপা থ্রু পাস বাড়িয়েছিলেন প্রীতিকে। আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে করা তার চিপ জড়ায় জালে।