ভুটানের রয়েল থিম্পু কলেজ ক্লাবের জার্সিতে খেলবেন বাংলাদেশের চার নারী ফুটবলার-সাবিনা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। ক্লাবটি আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে। এই ক্লাবের হয়ে খেলতে জুলাই মাসে তাদের প্রস্তুাব দিয়েছিল ভুটানের দলটি। কিন্তু শুরুতে সেই প্রস্তাবে রাজি ছিলেন না বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
কিন্তু অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাবে সায় দিয়েছে।
অথচ এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ ছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসেরও। বাফুফের অদূরদর্শিতায় সেখানে খেলতে পারেনি ক্লাবটি। তবে এবার ভুটানের ক্লাবে খেলার সুযোগ পেয়েছে এক সময়ে বসুন্ধরা কিংসে খেলা এই ফুটবলাররা।
বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার বলেন, ‘ভুটানের রয়্যাল থিম্পু কলেজ একটা চিঠি দিয়েছে। তারা আমাদের চারজন ফুটবলারকে চেয়েছে। প্রথমে চিন্তা করেছিলাম দেব না, যেহেতু সামনে আমাদের সাফের প্রস্তুতি আছে। পরে দেখলাম যে দলটা এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলবে। তাই চারজনকে আমরা অনুমতি দিয়েছি খেলার। ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট ওদের সঙ্গে চুক্তি তিন সপ্তাহের। যেহেতু এসিএলে ওরা অনেক শক্তিশালী দলের সঙ্গে খেলার সুযোগ পাবে, যা সাফে কাজে লাগবে। সাফ যেহেতু অক্টোবরে। ওরা খেলে আসার পর যোগ দেবে আরও ভালো অভিজ্ঞতা নিয়ে। তবে তাদের বলেছি যাতে ঝুঁকিমুক্ত হয়ে খেলে। কারণ সেখানে চোট পেলে সাফের আগে রিকভারির সময় থাকবে না।’
প্রিলিমিনারি রাউন্ডে রয়্যাল থিম্পু কলেজ ‘ডি’ গ্রুপে অংশ নেবে। ২৫ আগস্ট তারা ইরানের বাম খাতুন এফসির বিপক্ষে খেলবে প্রথম ম্যাচ। ২৮ আগস্ট হংকংয়ের কিচি এফসির বিপক্ষে তাদের গ্রুপের শেষ ম্যাচ। প্রিলিমিনারি রাউন্ডের ৪ গ্রুপের সেরা ৪ দল যাবে পরের ধাপে।