Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
নারী ফুটবল লিগ

চ্যাম্পিয়ন সাবিনাদের নাসরিন স্পোর্টস একাডেমি

WhatsApp Image 2024-05-28 at 7.37.36 PM
[publishpress_authors_box]

জাতীয় দলের মোড়কে গড়া নাসরিন স্পোর্টস একাডেমির নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়া ছিল অনুমিতই। মঙ্গলবার লিগের শেষ ম্যাচে তাদের প্রয়োজন ছিল ড্র । কিন্তু দুর্বল ঢাকা রেঞ্জার্সকে হারিয়েছে ১৩-০ গোলে। এতে নারী ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছে নাসরিন স্পোর্টস একাডেমির।

অধিনায়ক সাবিনা খাতুন এই ম্যাচে করেন ৫ গোল করেন। এ ছাড়া সুমাইয়া হ্যাটট্রিক, ঋতুপর্ণা চাকমা জোড়া এবং মারিয়া, মনিকা ও শামসুন্নাহার ১টি করে গোল করেন।

জাতীয় দলের ফুটবলাররা নাসরিন একাডেমির হয়ে সেভাবে পারফরম্যান্স করতে পারেনি। সেই তুলনায় জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে বাংলাদেশ আর্মির সুলতানা নজরকাড়া পারফরম্যান্স করেছেন। তাই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন উঠতি খেলোয়াড় সুলতানা।

চ্যাম্পিয়ন পদক গলায় নিয়ে মনিকা চাকমারা। ছবি: সংগৃহীত।

জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন নাসরিনেরও অধিনায়ক ছিলেন। ১৭ গোল করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। ফেয়ার প্লে ট্রফিও পেয়েছে সাবিনার দল নাসরিন। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত