Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

প্রস্তুতি ছাড়া খেলেছিল ভারত, প্রশ্ন টেন্ডুলকারের

s1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

এমন কিছু ভারতীয় ক্রিকেট ইতিহাসেই ঘটেনি। নিজেদের মাঠে তারা সিরিজ হারলেও কখনও ৩ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়নি। এবার সেই লজ্জা দিল নিউজিল্যান্ড। কিউইরা সিরিজ জিতল ৩-০’তে।  ঘরের মাঠে এভাবে বিধ্বস্ত হওয়ার কারণ কি?

ভারতীয় গণমাধ্যম অনেকগুলো কারণই সামনে এনেছে। এর একটি যথেষ্ট প্রস্তুতি না থাকা। এ বছরের মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার ৬ মাস পরে বাংলাদেশের বিপক্ষে  লাল বলের সিরিজ খেলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

লম্বা বিরতির জন্য টেস্ট খেলতে যেন সমস্যা না হয় তাই দলীপ ট্রফির কয়েকটি ম্যাচে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের খেলতে বলেছিল বিসিসিআই। তাতে ঋষভ পন্ত, শুকমান গিল, সরফরাজ খান, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়ালরা নেমে পড়েছিলেন ঘরোয়া ক্রিকেটে। 

ভারতীয় একটি দৈনিকের দাবি, বিসিসিআই চাইলেও ঘরোয়া টুর্নামেন্টে খেলেননি বিরাট কোহলি, রোহিত শর্মা, যাশপ্রিত বুমরা আর রবিচন্দ্রন অশ্বিন। তারা নাকি ঘরোয়া ক্রিকেট খেলার তাগিদ অনুভব করেননি! কোহলি সর্বশেষ রঞ্জি ট্রফিতে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। এরপর ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি তাকে। অন্যরাও সেভাবে আগ্রহী নন ঘরোয়া ক্রিকেটে।

নিউজিল্যান্ডের কাছে হারের কারণ হিসেবে এই প্রস্তুতি না থাকার কথাই ‘এক্স’-এ লিখেছেন শচীন টেন্ডুলকার। তার প্রশ্ন, ‘‘ঘরের মাঠে ৩-০ হার হজম করা খুবই কঠিন। এ বার আত্মসমালোচনা করতেই হবে। কিন্তু কেন এভাবে হারতে হল ভারতকে? যথেষ্ট প্রস্তুতি ছিল না? ম্যাচ প্র্যাকটিস হয়নি? নাকি খারাপ শট খেলেই উইকেট ছুড়ে দিলেন ব্যাটাররা? প্রশ্ন তুলতে হবে।” 

অতিরিক্ত আক্রমণাত্মক খেলেও নিজেদের বিপদ ডেকে এনেছেন ভারতীয় ব্যাটাররা। রোহিত শর্মার উদাহরণ টেনে সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে উল্লেখ করলেন সেটাই, ‘‘রোহিতের শট নির্বাচন ও ব্যাটিং ধরন দেখে আমি কিছুটা অবাক হয়েছি। ইনিংসের শুরুর দিকে পেসারদের ওপর চড়াও হওয়া ইতিবাচক বার্তা দেয় না। বিরাট-রোহিতরা এবার নিজেকে প্রশ্ন করুক।’’

এই সিরিজে ৬ ইনিংস মিলিয়েও ১০০ রান করতে পারেননি বিরাট কোহলি। সবশেষ ১০ ইনিংসে তার রান ১৯২। রোহিত শর্মা সবশেষ ১০ ইনিংসে করেছেন ১৩৩। রোহিতের বয়স ৩৭ বছর ছাড়িয়েছে, কোহলি ৩৬-এ পা দিবেন আগামীকাল (মঙ্গলবার)। অশ্বিনের বয়স ৩৮ আর কদিন পর ৩৬-এ পা দিবেন রবীন্দ্র জাদেজা।

‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে সিনিয়রদের ভবিষ্যৎ ঠিক করতে বিসিসিআইয়ের সঙ্গে দ্রুতই আলোচনায় বসতে পারেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হলে কে জানে, টেস্ট ক্যারিয়ারও হয়ত শেষ হয়ে যাবে তাদের?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত