ঢাকার সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের রশি ছিঁড়ে নিহত হয়েছেন পাঁচজন।
ঈদের দিন বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নৌ পুলিশের এসপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশিক সাঈদ।
নিহতদেরা হলেন- রবিউল (১৯), রিপন হাওলাদার (৩৮), মাইশা (৩), মুক্তা (২৩) ও বেলাল (২৫)।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের (ফায়ার সার্ভিস মিডিয়া সেল) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, সদরঘাটের ১১ নম্বর পন্টুনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ রশি দিয়ে বাঁধা ছিল। বেলা ৩টার কিছুক্ষণ আগে এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ পন্টুনে ঢোকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এসময় তাশরিফ লঞ্চে উঠতে থাকা পাঁচজন ছিটকে পড়ে যান।
তাদের সঙ্গে সঙ্গে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ সুপার আশিক সাঈদ।
তিনি বলেন, “ঘটনা তদন্ত করে এই মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।”
পাঁচজনের নিহতের ঘটনায় শোক প্রকাশ করে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।