Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সাদমান-সোহানের সেঞ্চুরির দিনে লিটনের ৩৭ বলে ২২

সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। ছবি : ফেইসবুক
সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। ছবি : ফেইসবুক
[publishpress_authors_box]

ঢাকা প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। রূপগঞ্জ টাইগার্সকে ৩১ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করে রূপগঞ্জ গুটিয়ে যায় ২৬০ রানে। রুয়েল মিয়া ও তাইবুর রহমান নেন ৩টি করে উইকেট।

ঢাকা প্রিমিয়ার লিগে ২৬০ রানের স্কোরটা সমীহ জাগানিয়া। তবে সাদমান ইসলামের সেঞ্চুরিতে ৪৪.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক। ১০৮ বলে ১১ বাউন্ডারি ২ ছক্কায় ১১৫ রানে অপরাজিত ছিলেন সাদমান। ইমরুল কায়েস করেছিলেন ৬২।

১০৮ বলে ১১ বাউন্ডারি ২ ছক্কায় ১১৫ রানে অপরাজিত ছিলেন সাদমান।

দিনের অপর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। নুরুল হাসান সোহানের ১৩১ বলে ১৩ বাউন্ডারি ৪ ছক্কায় ১৩২ রানের ইনিংসে ভর করে ধানমন্ডি করেছিল ৯ উইকেটে ২৭৭। জবাবে ৪৫.৩ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। সানজামুল ইসলাম ৪৯ রানে নেন ৪ উইকেট।

সাদমান-সোহানের সেঞ্চুরির দিনে ব্যাট হাসেনি লিটন দাসের। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে থাকা লিটন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ৩৭ বলে আউট হন ২২ রানে। গুলশানের ইনিংস থামে ৯ উইকেটে ২২১ রানে। আজিজুল হাকিম করেছিলেন ৭৯ বলে ৬২। তৌফিক আহমেদ নেন ৩ উইকেট। জবাবে ৪৩.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। গুলশান পায় ৫৭ রানের জয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত