ঢাকা প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। রূপগঞ্জ টাইগার্সকে ৩১ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করে রূপগঞ্জ গুটিয়ে যায় ২৬০ রানে। রুয়েল মিয়া ও তাইবুর রহমান নেন ৩টি করে উইকেট।
ঢাকা প্রিমিয়ার লিগে ২৬০ রানের স্কোরটা সমীহ জাগানিয়া। তবে সাদমান ইসলামের সেঞ্চুরিতে ৪৪.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক। ১০৮ বলে ১১ বাউন্ডারি ২ ছক্কায় ১১৫ রানে অপরাজিত ছিলেন সাদমান। ইমরুল কায়েস করেছিলেন ৬২।
দিনের অপর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। নুরুল হাসান সোহানের ১৩১ বলে ১৩ বাউন্ডারি ৪ ছক্কায় ১৩২ রানের ইনিংসে ভর করে ধানমন্ডি করেছিল ৯ উইকেটে ২৭৭। জবাবে ৪৫.৩ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। সানজামুল ইসলাম ৪৯ রানে নেন ৪ উইকেট।
সাদমান-সোহানের সেঞ্চুরির দিনে ব্যাট হাসেনি লিটন দাসের। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে থাকা লিটন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ৩৭ বলে আউট হন ২২ রানে। গুলশানের ইনিংস থামে ৯ উইকেটে ২২১ রানে। আজিজুল হাকিম করেছিলেন ৭৯ বলে ৬২। তৌফিক আহমেদ নেন ৩ উইকেট। জবাবে ৪৩.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। গুলশান পায় ৫৭ রানের জয়।