প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার। এর আগে বেশ কিছু খেলা মাঠে গড়িয়েছে। বিভিন্ন দেশের খেলোয়াড়েরা পদকের অভিযানে নেমেছেন ফুটবল, রাগবি, হ্যান্ডবল ও আর্চারিতে।
বাংলাদেশের প্রথম অলিম্পিক অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার। আর্চার সাগর ইসলাম অংশ নেন রিকার্ভ একক ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে। প্রথম দিনে অবশ্য সাগর হতাশ করেছেন। অলিম্পিকে নিজের যোগত্যায় সরাসরি সুযোগ পাওয়া বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাগর র্যাঙ্কিং রাউন্ডে হয়েছেন ৪৫তম।
সাধারণত অলিম্পিকে অংশ নেওয়া ৬৪ আর্চারের এলিমিনেশন রাউন্ডের প্রতিপক্ষ নির্ধারণের জন্য র্যাঙ্কিং রাউন্ডের আয়োজন করা হয়। যেখানে র্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা আর্চাররা দুর্বল প্রতিপক্ষ পেয়ে থাকেন। সেই হিসেবে সাগরের দুর্বল প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা শেষ হয়েছে ৪৫তম স্থানে থাকায়।
৭২টি তিরের মধ্যে সাগর পেয়েছেন সব মিলিয়ে ৬৫৩ পয়েন্ট। অথচ গত জুনে তুরস্কে অলিম্পিক বাছাইয়েও র্যাঙ্কিং রাউন্ডে সাগরের স্কোর ছিল ৬৬০ পয়েন্ট। সেখানে র্যাঙ্কিং রাউন্ডে হয়েছিলেন ষষ্ঠ। কিন্তু এবার প্রায় কাছাকাছি স্কোরেও ৪৫তম হয়েছেন তিনি। প্যারিসের প্রচন্ড বাতাস ও রোদের মধ্যে যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেননি সেটা সহজেই বোঝা গেছে। শুরুতে সাগর ভালো স্কোর করলেও সময় যতোই গড়িয়েছে ততোই তিনি পেছনে পড়ে গেছেন।
৬৮৬ স্কোর করে র্যাঙ্কিং রাউন্ডে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম উজিন।