প্যারিস অলিম্পিক থেকে এরই মধ্যে বিদায় নিয়েছেন শুটার রবিউল ইসলাম ও সাঁতারু সামিউল ইসলাম রাফি। বুধবার বিদায় নিলেন আর্চার সাগর ইসলাম।
অলিম্পিকের র্যাঙ্কিং রাউন্ডে ৪৫তম হওয়া সাগর এদিন মুখোমুখি হয়েছিলেন টোকিও অলিম্পিকে রুপাজয়ী ইতালির মাউরো নেসপোলির।
অনুমিতভাবেই হেরেছেন সাগর। এতটুকু প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেননি তিনি। আরও স্পষ্ট করে বললে মাউরোর সামনে দাঁড়াতেই পারেনননি সাগর। তাকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে দিয়েছেন মাউরো।
সাগর অলিম্পিক গেমস শুরুই করেন ৮ পয়েন্ট দিয়ে। যেখানে ১ম সেটে সাগরের স্কোর ৮+৯+১০= ২৭ সেখানে ১ম সেটে মাউরোর স্কোর : ১০+১০+১০=৩০
এরপর দ্বিতীয় সেটেও সাগরের হার যথারীতি। ২য় সেটে সাগরের স্কোর : ৭+১০+৯ = ২৬। এবং ২য় সেটে মাউরোর স্কোর : ৮+৯+১০ =২৭
শেষ সেটেও লড়াই করতে পারেননি সাগর। শেষ সেটে সাগরের স্কোর : ৮+৯+৮ =২৫। এবং ৩য় সেটে মাউরোর স্কোর : ৯+৯+১০ =২৮।
মূলত র্যাঙ্কিং রাউন্ডে বাজে পারফরম্যান্স করায় প্রথম রাউন্ডে বড় পরীক্ষার সম্মুখীন হতে হয় সাগরকে। র্যাঙ্কিং রাউন্ডে ৬৫২ স্কোর গড়েছিলেন অলিম্পিকে নিজের যোগ্যতায় সরাসরি অংশ নেওয়া এই আর্চার। ওদিকে র্যাঙ্কিং রাউন্ডে ৬৭০ স্কোর গড়ে ২০তম হয়েছিলেন মাউরো।
এর আগে ২০২২ সালে মাউরোর মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের আরেক আর্চার হাকিম আহমেদ। তুরস্কে সেবার আর্চারি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন তিনি। এবং সেবারও হেরেছিলেন হাকিম।
অবশ্য ২০১৯ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে এই মাউরোকে হারিয়েছিলেন বাংলাদেশের রোমান সানা।