Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

প্যারিস অলিম্পিকে সাগরের হাতে বাংলাদেশের পতাকা

সংবাদ সম্মেলনে সাগর ইসলাম। ছবি : সৌজন্য
সংবাদ সম্মেলনে সাগর ইসলাম। ছবি : সৌজন্য
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা পেয়ে চমকেই দিয়েছিলেন সাগর ইসলাম। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনও (বিওএ) যোগ্য মর্যাদা দিল এই আর্চারকে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশ কন্টিনজেন্টের পতাকা বহন করবেন তিনিই।

প্যারিস অলিম্পিক উপলক্ষ্যে বিওএ আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সাগর ইসলামকে নির্বাচনের কারণ নিয়ে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানালেন, ‘‘আরচার সাগর সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। এজন্যই তাকে আমরা পতাকা বহনের জন্য নির্বাচিত করেছি।’’

২০২০ টোকিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেছিলেন সাঁতারু আরিফ ইসলাম। এবার সুযোগই পাননি তিনি। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিবেন আরচার সাগর, দুই সাঁতারু সোনিয়া খাতুন ও সামিউল ইসলাম রাফি, শ্যুটার রবিউল ইসলাম ও অ্যাথলেট ইমরানুর রহমান।

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহনের সুযোগ পেয়ে গর্বিত সাগর ইসলামও, ‘‘ আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করবো। কোনো চাপ নেবো না। কোচ মার্টিন আমাকে অলিম্পিকের আবহ তৈরি করেই অনুশীলন করাচ্ছেন। অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করা ভীষণ গৌরবের। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আমাকে এই সুযোগ দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি।’’

প্যারিস অলিম্পিকের কয়েকটি ইভেন্ট শুরু হবে ২৪ আর আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই। ২৫ জুলাই সাগর অংশ নিবেন রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে র‌্যাঙ্কিং রাউন্ডে। এজন্য তাকে বেছে নিতে সমস্যা হয়নি বিওএ’র।

বাংলাদেশের অ্যাথলেটরা প্যারিস যাবেন তিন ভাগে ভাগ হয়ে। ২০ জুলাই যাবে আরচারি ও শ্যুটিং দল। অ্যাথলেটিকস ২৩ জুলাই আর ও সুইমিং দল যাবে ২৪ জুলাই।

অলিম্পিকে এখনও কোনও পদক পায়নি বাংলাদেশ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আশার কথা শোনাননি এবারও, ‘‘ আমাদের ক্রীড়াবিদরা অনুশীলন করেছেন। তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা আশা করবো, গেমস থেকে তারা সম্মানজনক ফলাফল বয়ে আনতে পারবেন।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত