কয়েক দিন আগেই অলিম্পিকে কোয়ালিফাই করে আনন্দে ভাসছিলেন সাগর ইসলাম। কিন্তু এবার মুদ্রার উল্টো পিঠও দেখলেন বাংলাদেশের এই তরুণ আর্চার।
তুরস্কের আনতালিয়ায় ১৭ জুন বাংলাদেশের হয়ে প্যারিস অলিম্পিকে কোটা প্লেস পেয়েছিলেন সাগর। পাশাপাশি অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টে রুপাও জিতেছিলেন।
কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না একই ভেন্যুতে বিশ্বকাপ আর্চারির স্টেজ-৩ টুর্নামেন্টে। সেখানে এলিমিনেশন রাউন্ডের প্রথম পর্বেই বাদ পড়েন সাগর।
শুক্রবার রিকার্ভ পুরুষের ব্যক্তিগত ইভেন্টে সাগর ইসলাম ও রাম কৃষ্ণ সাহা দুই জনই এলিমিনেশন রাউন্ডের প্রথম পর্বে বিদায় নিয়েছেন। অলিম্পিক নিশ্চিত করা সাগর ইসলাম ভারতের আর্চার ধীরাজ বোম্মাদেভারার কাছে সরাসরি ৬-০ সেটে হারেন।
অভিজ্ঞ ধীরাজ ৩ সেটই ৩০ স্কোর করেছেন। সাগর সেখানে করেছেন যথাক্রমে ২৭, ২৯ ও ২৬। ধীরাজ র্যাঙ্কিং রাউন্ডে তৃতীয় স্থানে ছিলেন আর বাংলাদেশের সাগর ৬২।
পাচ সেটের খেলায় সাগর প্রথম ৩ সেট হারায় আর বাকি ২ সেট খেলা হয়নি। আরেক আরচ্যার রামকৃষ্ণ সাহার খেলাও হয়েছে এক সেট কম। রাম চাইনিজ আরচ্যার ট্যাং চিনের কাছে ২-৬ সেট পয়েন্টে হারেন। রামও র্যাঙ্কিং রাউন্ডে ভালো করতে পারেননি তার অবস্থান ছিল ৫১।
বিশ্বকাপ আর্চারিতে ভয়াবহ ফল বাংলাদেশের। রিকার্ভ মেয়েদের বিভাগে দিয়া সিদ্দিকী ও সীমা আক্তার শিমু এলিমিনেশন পর্বেই উঠতে পারেননি। দিয়া ও রুবেল মিশ্র দ্বৈতেও এলিমিনেশনে উঠতে ব্যর্থ হন।
বিশ্বকাপে বলার মতো স্কোর ছিল হাকিম আহমেদ রুবেলের। তিনি র্যাঙ্কিং রাউন্ডে ২১তম হন। এরপ এলিমিনেশন রাউন্ডে রাম ও সাগরের হতাশার দিনে রুবেল প্রি কোয়ার্টারে গিয়ে ব্রাজিলের আলমেদিয়া মার্কোসের কাছে হেরে বিদায় নেন।
অলিম্পিকের আগে বিশ্বকাপে ভালো খেলার ঐতিহ্যটা আসলে এবার ধরে রাখতে পারলেন না বাংলাদেশের আর্চাররা। সর্বশেষ টোকিও অলিম্পিকের আগে সুইজারল্যান্ডে দুর্দান্ত খেলে বিশ্বকাপে রুপা জেতেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। অথচ এবার রোমান নেই দলে, দিয়াও যেন হতাশা উপহার দিলেন দেশকে!