Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সাগরের সামনে অলিম্পিকের রুপাজয়ী নেসপোলি

olympic_29 sagor 5
[publishpress_authors_box]

প্যারিস অলিম্পিকে র‌্যাঙ্কিং রাউন্ডে ৪৫তম হওয়ায় পদক লড়াইয়ের প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষ পেয়েছেন বাংলাদেশের আরচার সাগর ইসলাম। তার প্রতিপক্ষ টোকিও অলিম্পিকে রুপাজয়ী ইতালির মাউরো নেসপোলি।

র‌্যাঙ্কিং রাউন্ডে বাজে পারফরম্যান্স করায় প্রথম রাউন্ডে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে সাগরকে। র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৫২ স্কোর গড়েছিলেন অলিম্পিকে নিজের যোগ্যতায় সরাসরি অংশ নেওয়া এই আর্চার।

র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৭০ স্কোর গড়ে ২০তম হয়েছিলেন মাউরো। ৩১ জুলাই সাগর মাউরোর বিপক্ষে খেলবেন।

এর আগে ২০২২ সালে মাউরোর মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের আরেক আর্চার হাকিম আহমেদ। তুরস্কে সেবার আর্চারি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন তিনি।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত