Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
নারী সাফ চ্যাম্পিয়নশিপ

ভুটানের বিপক্ষে একাদশে সাগরিকা, আছেন সাবিনাও

শামসুন্নাহার জুনিয়রের সঙ্গে গোল উদযাপনে মোসাম্মৎ সাগরিকা।
শামসুন্নাহার জুনিয়রের সঙ্গে গোল উদযাপনে মোসাম্মৎ সাগরিকা।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]
কাঠমান্ডু থেকে
কাঠমান্ডু থেকে

বয়সভিত্তিক দলে মোসাম্মৎ সাগরিকা প্রমাণ করেছেন এরই মধ্যে।  চলতি বছর জুলাই মাসে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলে ভুটানের সঙ্গে। ওই ম্যাচে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন সাগরিকা। এবার সাফের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে একাদশে তাকে সুযোগ দিয়েছেন কোচ পিটার বাটলার।

সাবিনা খাতুন ভুটান ম্যাচের আগে শনিবার শেষ অনুশীলনে উপস্থিত ছিলেন না। বাফুফে থেকে বলা হচ্ছিল তার জ্বর। তবে তিনি ভুটানের বিপক্ষে খেলবেন। গত ম্যাচ থেকে বাদ পড়েছেন শামসুন্নাহার জুনিয়র। চোটের কারণেই মূলত তিনি বাদ পড়েছেন।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় গত আসরের মতোই আবারও সাফের সেমিফাইনালে বাংলাদেশ। এবং এবারও বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। ম্যাচটি শুরু হবে দুপুর ১-৪৫ মিনিটে। নেপালের টেলিভিশন কান্তিপুর ম্যাক্স এইচডির ইউটিউব চ্যানেলে খেলা দেখা যাবে।

সানজিদাদের সঙ্গে অনুশীলনে সাগরিকা (বাঁয়ে)।

ভুটানের সঙ্গে এ পর্যন্ত ৬ বার দেখা হয়েছে বাংলাদেশের। এই ৬ বারের মুখোমুখিতে প্রতিবারই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে সাফেই দেখা হয়েছে ৪ বার। বাকি দুটি ম্যাচ ছিল ফিফা ফ্রেন্ডলি।

২০১০ সালে কক্সবাজার সাফে ভুটানকে ৯-০ গোলে হারায় বাংলাদেশ। ২০১২ কলম্বো সাফে জয় ১-০ গোলে। এরপর বিরাটনগরে সাফে বাংলাদেশ জেতে ২-০ গোলে। পরের জয়টি ছিল আরও বড় ব্যবধানে। কাঠমান্ডুতে ২০২২ সালে ভুটানের জালে ৮ গোল দেয় বাংলাদেশ। সর্বশেষ চলতি বছর জুলাই মাসে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলে ভুটানের সঙ্গে। প্রথম ম্যাচে জেতে ৫-১ গোলে। পরের ম্যাচটিতে জয় পায় ৪-২ গোলে।

বাংলাদেশের একাদশ : রুপনা চাকমা, সাবিনা খাতুন, আফঈদা খন্দকার, শিউলি আজিম, মাসুরা পারভীন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত