পায়ের ব্যাথার কারণে ভুটানের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। বাংলাদেশ কোচ পিটার বাটলার চেয়েছিলেন শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে।
অবশেষে ফিট শামসুন্নাহারকেই পেয়েছেন কোচ। বাংলাদেশ দলে এক ম্যাচ পরই ঢুকেছেন এই ফরোয়ার্ড।
বাংলাদেশের পোস্টের নিচে রুপনা চাকমা। রক্ষণে আফঈদা, মাসুরা, শিউলি ও শামসুন্নাহার সিনিয়র। মাঝমাঠে মনিকা ও মারিয়া মান্দা। দুই উইংয়ে থাকবেন ঋতুপর্ণা ও শামসুন্নাহার জুনিয়র। আক্রমণভাগে তহুরা, সাবিনা।
আজ (বুধবার) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নারী সাফের ফাইনাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্থানীয় কান্তিপুর ম্যাক্স টেলিভিশন। যাদের ইউটিউব চ্যানেলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফাইনাল দেখা যাবে।
বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ একাধিকবার হারিয়েছে নেপালকে। কিন্তু জাতীয় দলে নেপাল সব সময় অজেয়। সাফ, এসএ গেমস ও অলিম্পিক বাছাই মিলিয়ে দুই দল ১২ বার মুখোমুখি হয়েছে। নেপাল জিতেছে ৬ বার, ৫ ম্যাচ ড্র। একটা মাত্র জয় ২০২২ সাফের ফাইনালে।