Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

নবাবি ব্র্যান্ড ‘হাউস অব পতৌদি’ গড়ার নায়ক সাইফ আলি খান

সাইফ আলি খানের নবাবি ব্র্যান্ড ‘হাউস অব পতৌদি
ছবি: ‘হাউস অব পতৌদি’ ব্র্যান্ডের ফেইসবুক পেইজ থেকে নেয়া
[publishpress_authors_box]

‘হাউস অব পতৌদি’ যাত্রা শুরু করে ২০১৮ সালে। পোশাকের এই ব্র্যান্ড নকশার ঐতিহ্য আর বলিউড গ্লামারের মিশেলে স্বতন্ত্র হয়ে ওঠে দ্রুতই।

এই ব্র্যান্ডের পেছনের পরিকল্পনাকারী ব্যক্তি আর কেই নন, স্বয়ং ভারতীয় অভিনেতা সাইফ আলি খান। নিজের নান্দনিক চিন্তার প্রতিফলনের পাশাপাশি বাবা প্রয়াত মনসুর আলি খান পতৌদির জন্য সাইফ আলি খানের শ্রদ্ধাঞ্জলি হলো ‘হাউস অব পতৌদি’।  

জীবনের কোনো এক সঙ্কটকালীন মুহূর্তে বাবা হিসাবে সন্তান সাইফ আলি খানকে উপার্জন ও বিনিয়োগ নিয়ে ভাবার পরামর্শ দিয়েছিলেন মনসুর আলি খান। বাবার সেসব কথা দাগ কেটেছিল সাইফ আলি খানের মনে। সেই থেকেই রুপালি পর্দা বাইরেও বড় কোনো কাজ করার উৎসাহ চাঙ্গা হলো তার ভেতর।    

মুম্বাই হলো ব্যস্ত মানুষের শহর। এখানে প্রতিদিন বাইরে যেতে পোশাক বাছাই করাও এক সমস্যা অনেকের কাছে। এর সমাধান নিয়ে সামনে এলেন এই নায়ক। কুর্তি পরতে স্বাচ্ছন্দ্য পান অনেকেই। ‘হাউস অব পতৌদি’ কুর্তি ও লোকজ নকশার পোশাকের সমাহার নিয়েই ফ্যাশন ব্র্যান্ড হয়ে ওঠে।  

পোশাক বিকিকিনিতে লাভের মুখ দেখাই এই ব্র্যান্ডের একমাত্র লক্ষ্য নয়। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও রাজকীয় ঐতিহ্য এবং গান্ধীর দর্শনকে একীভূত করেছে  ’হাউস অব পতৌদি’।    

সাইফ আলি খানের এই ব্যান্ড ভারতীয় ফ্যাশন ই-কমার্স প্ল্যাটফর্ম মিনত্রা এবং ডিজিটাল ও মিডিয়া প্রতিষ্ঠান এক্সিড এন্টারটেইনমেন্টের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে আরও বড় পরিসরে ভোক্তাদের কাছে পৌঁছে গেছে।    

উদ্যোক্তা সাইফ আলি খান নতুন চিন্তার ধারক; যে কারণে তার  ব্র্যান্ড ও পুরো ব্যবস্থাপনা পারিষদেরা সুসম্বয়ের মাধ্যমে নতুন কাজ নিয়ে আসছে।

’হাউস অব পতৌদি’ এখন শুধু আর পোশাকের জন্য নয়, বরং পুরোপুরি লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে উঠছে। এই ব্র্যান্ডে যোগ হয়েছে জুতা, গৃহসজ্জা এবং ব্যক্তিগত যত্নে জরুরি পণ্যও।  

আসবাব থেকে সৌন্দর্য, ত্বকের যত্ন এবং সুগন্ধী পণ্য নিয়েও কাজ করছে ’হাউস অব পতৌদি’।   

কনিষ্কা উপাধ্যায় ‘হাউস অব পতৌদি‘ ব্র্যান্ডের একজন প্রধান কর্মকর্তা এবং এক্সিড এন্টারটেইনমেন্টে তারকাদের ব্র্যান্ড পার্টনারশিপ ব্যবস্থাপনার প্রধান।

তিনি ফোর্বস ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ’হাউস’ অব পতৌদি ব্র্যান্ডের ডিজিটাল পরিসরে আয়ের সূচকে ‘ডবল ডিজিট’ উন্নতির কথা জানান।     

এই ব্যবসায়িক সফলতা থেকে তারা বেঙ্গালুরুতে রিটেইল শোরুম চালু করেছে ২০২২ সালেই।

ব্র্যান্ডের কাজের শৈল্পিক ও নিখুঁত ধারাকে এবার আরও নতুন ভাবে সাজিয়ে উপস্থাপন করতে চায় ’হাউস অব পতৌদি’।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত