Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

সেই অটোচালকের সঙ্গে দেখা করলেন সাইফ আলি খান

সাইফ আলি খান
ভজন সিং রানার সাথে লীলাবতী হাসপাতালে দেখা করেন বলিউড অভিনেতা সাঈফ আলি খান।
[publishpress_authors_box]

নিজের বাসায় ছুরিকাহত হওয়ার পর সাইফ আলি খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল অটোরিকশাতে। মাত্র কয়েক মিনিটেই বান্দ্রার ফ্ল্যাট থেকে লীলাবতী হাসপাতালে এই বলিউড অভিনেতাকে পৌঁছে দেন অটোচালক ভজন সিং রানা।

এরই মধ্যে তার এই মানবিকতার জন্য একটি সংস্থা থেকে পুরষ্কৃতও হয়েছেন ভজন। এবার তাকে সামনাসামনি ধন্যবাদ জানালেন সাইফ।

সাইফ ও ভজনের সাক্ষাৎ হয়েছে মঙ্গলবারই বলে জানিয়েছে আনন্দবাজার অনলাইন। সাইফের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন ভজন। হাসপাতালে ঢোকা মাত্রই সোজা তাকে নিয়ে যাওয়া হয় সাইফের কক্ষে।

“যখন সাইফের ঘরে ঢুকলাম তখন দেখলাম, তার মা-সহ গোটা পরিবার সেখানে উপস্থিত। সকলের চোখে মুখেই চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তারা সকলে। আমাকে ডেকেছেন, ভাল লেগেছে। তেমন কিছু না একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি সাইফের জন্য আগেও প্রার্থনা করেছি এখনও তাই করব,” বলেন ভজন।

গত বুধবার গভীর রাতে এই বলিউড তারকার বাড়িতে ঢুকে পড়ে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় এক ব্যক্তি। এ সময় সাইফ আলি খান তাকে বাধা দিতে গেলে হামলার শিকার হন। তাকে উপর্যুপরি ছয়টি ছুরিকাঘাত করা হয়।

রাত আড়াইটার দিকে অটোরিকশাতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অস্ত্রোপচার করে তার শরীর থেকে বের করা হয় ভাঙা ছুরির টুকরা। এরপর সাইফকে রাখা হয় আইসিইউতে।

তিন দিনের অনুসন্ধানে মুহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ (৩০) নামে একজনকে ধরার পর মহারাষ্ট্র পুলিশ বলছে, এই যুবক বাংলাদেশি।

চুরির উদ্দেশে ঢুকে ধরা পড়া এড়াতে সাইফকে ছুরিকাঘাত করে পালিয়েছিলেন তিনি।

মুহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ।
মুহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ।

প্রাথমিকভাবে মুম্বাই পুলিশের ধারণা, ওই হামলাকারী বাংলাদেশি নাগরিক হতে পারে। কারণ তার কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ কোনও নথি পাওয়া যায়নি। আবার এমন কিছু পাওয়া গেছে, যা থেকে ধারণা করা যাচ্ছে যে তার বাড়ি বাংলাদেশে।

পুলিশের দাবি, বিজয় দাস নাম নিয়ে গত ৫-৬ মাস ধরে মুম্বাইয়ে থাকছিলেন শরীফুল। তিনি কাজ নিয়েছিলেন একটি হাউজকিপিং কোম্পানিতে।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার ডিসিপি দীক্ষিত গেদম জানান, শরিফুল স্বীকার করেছেন কাজের অভাবেই চুরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথম রাতেই ঢুকেছিলেন সাইফের ঘরে। কিন্তু জানতেন না কার বাড়ি চুরি করতে যাচ্ছেন।

এদিকে ছুরিকাহত হওয়ার ছয় দিন পর, মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান।
চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত ভালো আছেন অভিনেতা কিন্তু অস্ত্রোপচার হওয়ার কারণে কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

একই দিনে শরীফুলকে নিয়ে পুলিশের একটি দল সাইফের বান্দ্রায় বাসায় গিয়ে তাকে দিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত