গত যুব বিশ্বকাপে বাংলাদেশের সব ক্রিকেটারকে ব্যাট উপহার দিয়েছিলেন তামিম ইকবাল। আজ (শুক্রবার) ফরচুন বরিশালের সতীর্থ সাইফউদ্দিনকেও দিলেন একটা ব্যাট। তবে এটা কৌশলেই চেয়ে নিয়েছেন সাইফউদ্দিন।
নিজের ফেইসবুকে তামিমের কাছ থেকে পাওয়া উপহারের ব্যাটের ছবি দিয়ে সাইফউদ্দিন লিখেছেন, ‘‘ভাই বলল যা প্রেস কনফারেন্সে যা। আমি বললাম, ভাই ব্যাট দিলে যাব না হলে যাব না। কিছুটা ভাবনা চিন্তা করে পরে বলল নে ধর। কেমন ছিল নিঞ্জা টেকনিকটা।’’
চোটের জন্য এবারের বিপিএলের শুরু থেকে ছিলেন না সাইফউদ্দিন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফিরে ১৮ বলে করেছিলেন ৩০ রান। বল হাতেও নেন ১ উইকেট। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ২১ রানে নেন ৩ উইকেট। ঢাকার বিপক্ষে ফিরতি ম্যাচে ৬ বলে করেন ২৩ আর ৩১ রানে ৩ নেন উইকেট।
এমন পারফর্ম্যান্সে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন সাইফউদ্দিন। তার বন্ধু নাজমুল হোসেন শান্ত এখন তির ফরম্যাটের অধিনায়ক। অনুশীলন শেষে সংবাদমাধ্যমে এ নিয়ে জানালেন, ‘‘আমি অনেক খুশি কারণ সেই বাল্যকাল থেকে বয়সভিত্তিকে খেলে আসছি শান্তর সঙ্গে। দীর্ঘদিন আবাহনীর হয়ে খেলছি। আমাকে ও ভালো বুঝবে। ওর সামনে আমি অনেকগুলো সেরা ইনিংস সেটা ব্যাটিং হোক, বোলিং হোক করে দেখিয়েছি। আমার বিশ্বাস ও আমাকে সমর্থন দেবে দলে ফেরার ক্ষেত্রে।’’
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সুযোগ পাননি সাইফউদ্দিন। তবে বিশ্বকাপের আশা এখনও ছাড়েননি তিনি,‘‘কিছুদিন আগে আমি ইনজুরি থেকে উঠে এসেছি তাই হয়ত শ্রীলঙ্কা সিরিজে পরিকল্পনায় রাখেনি। আমি আশাবাদী যদি আরও ভালো খেলি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজ মিস হয়েছে, সামনে বিশ্বকাপের আগে যে সিরিজ থাকবে সেখানে হয়ত বিবেচনা করবে। সেই লক্ষ্যে আমি আমার সেরাটা দিয়ে অনুশীলন করার চেষ্টা করব, নির্বাচকদের নজরে আসার চেষ্টা করবো।’’
২০২২ সাল থেকেই জাতীয় দলের বাইরে সাইফউদ্দিন। এখন নিজের সেরাটা খেলাই লক্ষ্য তার ,‘‘সত্যি বলতে আমার তো আর হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু ছিল। ইনশাআল্লাহ আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করতেছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেমন নিজের সেরাটা দিয়ে সামনে এগিয়ে যেতে চায় আমিও ওই চিন্তা ভাবনা নিয়েই মাঠে নেমেছি। যদিও আমি আমার সেরাটা দিতে পেরেছি কি না জানি না। তবে চেষ্টা করছি আরও ভালো করতে নিজের সেরাটা দিয়ে দলকে সামনে নিয়ে যেতে।’’