Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

এখলাসকে হারিয়ে বাফুফের সদস্য নির্বাচিত মনি

বাফুফের নতুন সদস্য মনিকে অভিনন্দন জানাচ্ছেন সভাপতি তাবিথ আউয়াল।
বাফুফের নতুন সদস্য মনিকে অভিনন্দন জানাচ্ছেন সভাপতি তাবিথ আউয়াল।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাফুফে নির্বাচনে এর আগে কয়েক ভোটের জন্য পাস করতে পারেননি সাইফুর রহমান মনি। গত ২৬ অক্টোবরের নির্বাচনে এখলাস উদ্দিনের সঙ্গে সমান ৬১ ভোট পান সাবেক এই স্ট্রাইকার। শনিবার সমতা ভাঙার নির্বাচনে শেষ পর্যন্ত ভোটের মাঠে ‘গোল’করতে পেরেছেন মনি। বাফুফের শেষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২১ জনের বাফুফের কার্যনির্বাহী কমিটিতে সদস্য আছেন ১৫ জন।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাফুফে ভবনে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১০৭ জন ভোট দেন। পনেরো মিনিট পরই বাফুফের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন, “১০৭ টি ভোটই বৈধ। কোনও ভোট বাতিল হয়নি। সাইফুর রহমান মনি ৫৬ ও এখলাস উদ্দিন ৫১ ভোট পেয়েছেন। বেশি ভোট পাওয়ায় মনি নির্বাচিত।”

সাইফুর রহমান মনি।

মনির নির্বাচিত হয়ে বলেন, “অবশেষে  আমি জিতলাম। একটি সদস্য পদের জন্য কাউন্সিলররা কষ্ট করে এসেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ।”

সাইফুর রহমান মনি বর্তমানে চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচ। এবার বাফুফের সদস্য হয়ে মনির প্রতিক্রিয়া, “ফুটবল ফেডারেশন থেকে আমাকে ফুটবল উন্নয়নের যে দায়িত্ব দেবে সেটা পালন করবো। আর কোচিং আমার পেশা। বাফুফের যে নিয়ম আছে  সেটা অনুসরণ করবো।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত