Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সুপার এইটে সৈকতের তিন ম্যাচ

যযযযযযয
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। গ্রুপে দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ আরও কিছু ম্যাচের। আজ সুপার এইটের ম্যাচগুলোর জন্য আম্পায়ারদের দায়িত্ব বন্টন করেছে আইসিসি। তাতে তিনটি ম্যাচে দায়িত্ব পেয়েছেন সৈকত।

২১ জুন ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। এছাড়া ১৯ জুন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। এরপর ২৩ জুন চতুর্থ আম্পায়ার থাকবেন ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে।

সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও মাইকেল গফ। তৃতীয় আম্পায়ার হিসেবে কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টোক।

২২ জুন ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টোক ও মাইকেল গফ। ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে মাঠের দুই আম্পায়ার ল্যাংটন রুসেরে ও নীতিন মেনন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত