গত ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির কোনও ইভেন্টে ম্যাচ পরিচালনা করেছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এ বছরের মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এলিট প্যানেলেও জায়গা করে নেন তিনি।
তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন সৈকত। গ্রুপ পর্বে ২৬ ম্যাচ পরিচালনার জন্য আজ (শুক্রবার) ২০ জনের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে প্রত্যাশা অনুযায়ী রয়েছেন একমাত্র বাংলাদেশি সৈকত। পল রাইফেল, রিচার্ড কেটেলবোরো, কুমার ধর্মসেনারও রয়েছেন যথারীতি।
এছাড়া ৬ জন ম্যাচ রেফারির নামও ঘোষণা করেছে আইসিসি। তারা হচ্ছেন ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
আম্পায়ারদের তালিকা প্রকাশের পর বিবৃতিতে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান জানিয়েছেন, ‘‘ঐতিহাসিক টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করতে পেরে আনন্দিত আমরা। ২৮ দিন ব্যাপী ২০ দল আর ৫৫ ম্যাচের সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার। রোমাঞ্চকর এই লড়াইয়ে তাদের জন্য শুভকামনা।’’
গত ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন সৈকত। পাশাপাশি ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ার এবং আরও তিনটি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন সৈকত। এরপর এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দায়িত্ব পালন করেছেন সৈকত। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে মেলে ধরার পালা এই বাংলাদেশির।
আম্পায়ার : শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত,ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস জেফানি, মাইকেল গগ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড এলিংওর্থ, আল্লাহুদিন পালেকার, রিচার্ড কেটেলবোরো, জয়ারামান মদনগোপাল, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন, আসিফ ইয়াকুব, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, এহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসিয়ার ও রডনি টাকার।