প্রথাগত স্ট্রাইকার ছাড়া একবার প্রিমিয়ার লিগ জিতেছিল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার সাবেক সহকারী মিকেল আর্তেতাও এবার আর্সেনালকে খেলাচ্ছেন স্ট্রাইকার ছাড়া।
গুরু গার্দিওলার মত সফল আর্তেতাও। এবারের প্রিমিয়ার লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে আর্সেনাল করেছে ২১ গোল! সব মিলিয়ে এবারের লিগে ২৫ ম্যাচে তাদের গোল ৫৮টি, এর ২১টি এসেছে সর্বশেষ পাঁচ ম্যাচে। এই পাঁচ ম্যাচের মধ্যে শীর্ষে থাকা লিভারপুলকেও তারা হারিয়েছে ৩-১ গোলে
সেট পিসে বাজিমাত
এবারের প্রিমিয়ার লিগে সেটপিসে সবচেয়ে সফল আর্সেনাল। তাদের ৫৮ গোলের ২৪টি এসেছে সেট পিস থেকে। ২০০৪-০৫ মৌসুম থেকে পরিসংখ্যানের হিসেব শুরুর পর সেট পিস থেকে এত বেশি গোল আর পায়নি আর্সেনাল। এর কারিগর কোচিং প্যানেলের অন্যতম সদস্য নিকোলাস জোভের। তার নির্দেশনাতেই বদলে গেছে সেট পিসের সাফল্য।
উচ্চতার ফায়দা
কর্নার থেকে এবার ১১টি গোল পেয়েছে আর্সেনাল। দলের লম্বা খেলোয়াড়দের কারণে সহজ হয়েছে এই সাফল্য। ডেকলান রিসে, কাই হাভার্টাজ, উইলিয়াম সাবিলা, বেন হোয়াইটদের সবাই ১.৮৫ মিটারের বেশি লম্বা। কর্নারের সময় বিপক্ষের বক্সে এমন লম্বা ছয়জন রাখছেন আর্তেতা। তাদের সামলানো এজন্যই বেশি চ্যালেঞ্জের।
সাকার চমক
বুয়াকো সাকা একটা সময় নিষ্প্রভ ছিলেন আর্সেনালে। এবার আলো ছড়াচ্ছেন এই ইংলিশ তরুণ। সব প্রতিযোগিতা মিলিয়ে এবার আর্সেনালের ২৮টি গোলে অবদান তার। করেছেন এর ১৫টি আর অ্যাসিস্ট ৯টি।
সাকার সঙ্গে জ্বলে উঠেছেন গ্যাব্রিয়েল মার্তেনেল্লিও। সর্বশেষ পাঁচ ম্যাচে দুজন মিলে করেছেন ৯ গোল।
জ্বালানির নাম ওডেগার্ড
একটা সময় মার্টিন ওডেগার্ডতে বলা হত ম্যানসিটির কেভিন ডি ব্রুইনা। ছন্দ হারানোয় যথেষ্ট সমালোচনা হয়েছে তার। এবার আর্সেনালের আক্রমণের জ্বালানিই হয়ে উঠেছেন ওডেগার্ড। ওয়েস্ট হামের বিপক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০টি পাস সম্পন্ন করেছিলেন তিনি।
ফাইনাল থার্ডে প্রতি ম্যাচে ২৭.৪টি পাস দিচ্ছেন ওডেগার্ড। ২০২২-২৩ মৌসুম থেকে ৩৩টি গোলে অবদান রেখেছেন আর্সেনাল অধিনায়ক।
এই সময়ে তার চেয়ে বেশি গোলে অবদান আছে আর কেবল ছয় জনের।
সাফল্যের কারণ একতা
এবার একটা দল হয়ে খেলছে আর্সেনাল। তাদের সাফল্যের আসল কারণ এটাই। গত জানুয়ারিতে আর্সেনাল কিনতে চেয়েছিল টনিকে। শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। তবে ছুটি কাাতে খেলোয়াড়রা সবাই মিলে যান দুবাইয়ে। সেখানে তপ্ত রোদে অনুশীলনও করেছেন একসঙ্গে। খাঁটি সোনা হওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এই সময়টা।