Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সীমান্তে আর পিঠ দেখাবেন না, বিজিবিকে সাখাওয়াত

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দায়িত্ব পালন করছিলেন বিজিবি সদস্যরা। ছবি : সকাল সন্ধ্যা
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করেছিল সরকার। ফাইল ছবি : সকাল সন্ধ্যা
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

এতদিন সীমান্তে বাংলাদেশের বিজিবি নতজানু হয়ে দায়িত্ব পালন করত বলে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পর্যবেক্ষণ; তাদের এখন শক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার পিলখানায় তিনি সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেছেন, “বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে। আমি বলেছি যে পিঠ দেখাবেন না। যথেষ্ট হয়েছে।”

সাম্প্রতিক আন্দোলনে সহিংসতায় বিজিবির যে সদস্যরা আহত হয়েছেন, তাদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে গিয়েিছলেন সাখাওয়াত। ওই হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীদেরও খোঁজ-খবর নেন তিনি।

হাসপাতাল পরিদর্শন শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত।

তিনি বলেন, “আমাদের সীমানার মধ্যে ঢুকে মানুষ মারে; আর আমরা বলি, পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে। এখন সেসব দিন শেষ হয়ে গেছে।”

বাংলাদেশ-ভারত সীমান্তে গুলিবর্ষণে নিহতের ঘটনাগুলো আলোচিত দীর্ঘকাল ধরে।

গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা নিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীর সমালোচনায় রয়েছে।

আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে ১৩ বাংলাদেশি নিহত হয়েছে। 

আবার দেশে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ভারতের কাছে নতজানু নীতি অনুসরণ করে চলত। সেই কারণে সীমান্তে হত্যা ঘটেই চলছে।

পিলখানায় গিয়ে দৃশ্যত সেদিকে ইঙ্গিত করে সীমান্ত রক্ষঅয নিয়োজিত আধা সামরিক বাহিনী বিজিবিকে শক্ত হতে বললেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত।

তার পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, আন্দোলন ঘিরে সহিংসতায় বিজিবির তিনজন সদস্য নিহত (এদের ২ জন র‌্যাবে কর্মরত ছিলেন) এবং ১৩০ জন সদস্য আহত হয়েছে।

এছাড়া আন্দোলনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

গত জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে সে মাঝের মাঝামাঝিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে বিজিবি মোতায়েন করেছিল সরকার।

এরপর আন্দোলন আরও তীব্র হলে কারফিউ জারি করে সেনা মোতায়েনও করেছিল আওয়ামী লীগ সরকার সরকার। কিন্তু কয়েকশ মানুষের মৃত্যুর পর প্রবল আন্দোলনের চাপে গত ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

তার তিন দিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তার সদস্য হিসাবে শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেন সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত