গোল দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা অভ্যাসে পরিণত হয়েছে মোহাম্মদ সালাহর। ২০২৪-২৫ মৌসুমেও তার শুরুটা হলো গোল দিয়ে। মিশরীয় ফরোয়ার্ডের রেকর্ডগড়া গোলে জয়ে শুরু হয়েছে আর্নে স্লটের লিভারপুল অধ্যায়।
শনিবার (১৭ আগস্ট) ইপসউইচ টাউনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। গোল দুটি করেছেন ডিয়েগো জোতা ও সালাহ।
প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচেই কীর্তি গড়লেন অলরেডদের নতুন কোচ স্লট। রাফায়েল বেনিতেস, রয় হজসন, কেনি ডালগ্লিশ, ব্রেন্ডন রজার্স কিংবা ইতিহাস গড়া ইয়ুর্গেন ক্লপ যা পারেননি, তাই করে দেখিয়েছেন এই ডাচ কোচ। লিভারপুলের এই সব কিংবদন্তি কোচ জয় দিয়ে প্রিমিয়ার লিগ-অধ্যায় শুরু করতে পারেননি। স্লট এই জায়গায় তাদের ছাড়িয়ে গেলেন।
No-one starts a Premier League season better than @MoSalah 👑#IPSLIV | #TheKickOff pic.twitter.com/ndXNCLLXy2
— Premier League (@premierleague) August 17, 2024
ক্লপ-অধ্যায় শেষে নতুন লিভারপুলের যাত্রা শুরু হলো। ২২ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ইপসউইচকে তাদেরই মাঠে হারিয়েছে তারা। প্রথমার্ধে সুবিধা করতে পারেননি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের দেখা পাচ্ছিল না। তাতে ক্লপ-বেনিতেসের স্মৃতিই ফিরে আসার সম্ভাবনা জোরাল হচ্ছিল। তবে স্লটের প্রিমিয়ার লিগ অধ্যায়ের শুরুটা মলিন হতে দেননি সালাহ।
এই ফরোয়ার্ড প্রথমে গোলে সহায়তা করলেন, এরপর নিজে নাম তুললেন স্কোরশিটে। ৬০ মিনিটে ডিয়েগো জোতার গোলটি এসেছে সালাহর পাস থেকে। ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ডের চমৎকার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাড়ান জোতার দিকে। পর্তুগিজ ফরোয়ার্ড বাঁ পায়ের শটে বল জড়িয়ে দেন জালে।
দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ সময় লাগেনি। মিনিট পাঁচেক পরেই ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ছোট বক্সের সামনে থেকে গোল দিয়ে নতুন মৌসুম শুরু করলেন মিশরীয় তারকা। এ নিয়ে তিনি রেকর্ড ৯বার প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করলেন গোল দিয়ে। পেছনে ফেললেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ওয়েইন রুনি ও অ্যালান শিয়েরারের ৮ গোলের রেকর্ড।