Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

কর দিন, নইলে ভুগবে পরবর্তী প্রজন্ম : অর্থ উপদেষ্টা

রাজস্ব ভবনে মঙ্গলবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রাজস্ব ভবনে মঙ্গলবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
[publishpress_authors_box]

পরবর্তী প্রজন্মের দিকে তাকিয়ে সবাইকে কর দেওয়ার আহ্বান জানালেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহর অনুষ্ঠানে তিনি দেশের জ্যেষ্ঠ নাগরিকদের চিকিৎসা সেবা দেওয়া, সমাজের পিছিয়ে পড়া মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিতে করের গুরুত্ব তুলে ধরে এই আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “দেশের অনেকে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনি শর্ট টার্ম ফাঁকি দেবেন, কিন্তু লং টার্মে আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু এটার কষ্টটা ভোগ করবে। তাই পরবর্তী প্রজন্মের দিকে তাকিয়ে সার্বিকভাবে দেশের উন্নয়নের জন্য সবারই কর দেওয়া উচিৎ।”

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “আপনি সরকারকে কর না দিলে আপনি যখন সিনিয়র সিটিজেন হবেন, তখন আপনার জন্য যেসব সুবিধা দরকার হবে, সেগুলো পাবেন না।”

সালেহউদ্দিন সুইডেনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “সুইডেনের এক হাসপাতালে আমি চিকিৎসা নিতে গিয়ে দেখি, ওখানে সিনিয়র সিটিজেনদের সেবা করার জন্য নানারকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করে রেখেছে। এমনকি একপাশে কাত হওয়া বেডও তৈরি করে রেখেছে।”

জনগণ কর দিচ্ছে বলেই সে দেশের সরকার এই সুবিধাগুলো দিতে পারছে, বলেন তিনি।

ঢাকার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সম্মেলন কক্ষে এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এনবিআর চেয়ারম্যান বিদেশি ঋণের ওপর নির্খরতা কমাতে সবাইকে কর দেওয়ার আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা প্রত্যক্ষ করের পাশাপাশি ভ্যাটের মতো পরোক্ষ করের বিষয়েও ব্যবসায়ীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

পাশের দেশ ভারতের কলকাতার একটি অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমি একবার কলকাতা গেলাম স্ত্রীর চিকিৎসার ব্যাপারে। নিউ মার্কেট থেকে অনেকগুলো বেশ দামি ওষুধ কিনে তাড়াহুড়া করে চলে আসছিলাম। তখন বিক্রেতা আমাকে বললেন- স্যার আপনি ক্যাশ মেমো নেবেন না?

 “আমি বললাম, ঢাকায় তো দেখি ব্যবসায়ীরা চাইলেও ক্যাশ মেমো দেয় না আপনারা জোর করে দিয়ে দিচ্ছেন!”

এনবিআর চেয়ারম্যান এই প্রসঙ্গে বলেন, “ভ্যাট ব্যবসায়ীদের দিতে হয় না। ভ্যাট দেন ক্রেতারা। ব্যবসায়ীদের কাজ ক্রেতাদের কাছ থেকে ভ্যাটটা নিয়ে সরকারি তহবিল জমা দেওয়া। আমাদের ব্যবসায়ীরা এই দায়িত্বটাই পালন করেন না।

“অনেক সময় ক্রেতারা ভ্যাট দিয়ে ক্যাশ মেমো চাইলে ব্যবসায়ীরা গড়িমসি করেন। এমনকি আমাদের কাছে এমন খবরও আছে যে ক্রেতার কাছ থেকে ভ্যাট নিয়েছেন, কিন্তু ব্যবসায়ীরা সেই ভ্যাট সরকার কোষাগারে জমা দেন নাই।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত