Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

টি-টোয়েন্টিতে জিতলেও ক্রিকেটারদের দুর্বলতা দেখছেন সালাউদ্দিন

Salahuddin
[publishpress_authors_box]

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতায় স্বস্তি অনেকখানি। এই ফরম্যাটে বরাবরই ভালো করতে না পারার গ্লানি হজম করতে হয় বাংলাদেশকে। সেদিক থেকে এবার ওয়ানডেতে হারের ব্যর্থতা মুছে দিয়েছে টি-টোয়েন্টি।

একটি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে ওয়ানডেতে ব্যাটারদের বড় রান; সবমিলিয়ে ভালো সিরিজ কেটেছে বাংলাদেশের। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আশাহত করা ক্রিকেটাররা এই সিরিজে ক্রিকেটপ্রেমীদের আক্ষেপ মিটিয়েছেন।

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য স্বস্তিতে গা ভাসিয়ে দিতে নারাজ। সিরিজ জিতলেও ক্রিকেটারদের মাঝে এখনও দুর্বলতা দেখেন তিনি। উইন্ডিজ সিরিজ শেষ করে দেশে ফেরার পর সংবাদ মাধ্যমে এমনটাই বলেছেন এই কোচ।

সালাউদ্দিন জানিয়েছেন, “আমাদের অনেক দুর্বলতা আছে, সেটা সবার সামনে বলা ঠিক হবে না। দুর্বলতা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। টি-টোয়েন্টিতে জিতলেও অনেক দুর্বলতা আছে। অনেক জায়গা আছে যেখানে তাড়াতাড়ি উন্নতি করতে হবে। আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত।”

বিশ্বকাপ দলে ছিলেন সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে জেতা সিরিজে এক সাকিব ছাড়া বিশ্বকাপের দলের সবাই ছিলেন। বিশ্বকাপের সঙ্গে এই সিরিজের পার্থক্যটা তাহলে কোথায়?

সালাউদ্দিন পার্থক্য দেখছেন না। সাকিব না থাকলেও দলের সবাইকে উজ্জীবিত দেখেছেন তিনি, “পার্থক্য তেমন দেখি না। সবাইকে মনে হয়েছে অনেক উজ্জীবিত। তারা ভালো করতে চাচ্ছে। বুঝতে পারছে যে বাংলাদেশের এই পর্যায়ে থাকা শোভা পায় না। নিজেদের অনেক ওপরে তুলতে হবে—এই উপলব্ধিটা এসেছে। হয়তো আগেও ছিল, এখন আমার চোখে পড়েছে। সঠিক গাইডলাইন দিতে পারলে মনে হয় ছেলেরা ভালো করবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত