Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সাবেক উপদেষ্টা-মন্ত্রীসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার

বুধবার সকালে সালমান এফ রহমানসহ অন্যদের আদালতে হাজির করে পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা
বুধবার সকালে সালমান এফ রহমানসহ অন্যদের আদালতে হাজির করে পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকার বাড্ডা থানার দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর পাশাপাশি বাড্ডা থানার আরেকটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে একাত্তর টিভির প্রধান নির্বাহী (সিইও) মোজাম্মেল হক বাবুকে।

বুধবার সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে নতুন তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে বাড্ডা থানা পুলিশ।

অন্যদিকে, আসামিদের পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদের জামিন আবেদন নাকচ করে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে।

অন্যদের সঙ্গে জুনাইদ আহমেদ পলককেও বুধবার সকালে আদালতে হাজির করে পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর শূন্যতা পূরণে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত ৮ আগস্ট।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সাবেক সরকার সংশ্লিষ্টদের নামে মামলা হতে শুরু করে। সেইসঙ্গে আটক ও গ্রেপ্তার হতে শুরু করেন সাবেক মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতারা, যার ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে একে একে গ্রেপ্তার হন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনিসহ অন্যরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত