Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সালমান রহমান, আনিসুল হক গ্রেপ্তার

সালমান এফ রহমান ও আনিসুল হক।
সালমান এফ রহমান ও আনিসুল হক।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের এক সপ্তাহের মাথায় গ্রেপ্তার হলেন আনিসুল হক ও সালমান এফ রহমান।

আনিসুল হক আইনমন্ত্রী ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্যও ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য।

আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে অন্যদের মতো আনিসুল হক ও সালমান রহমানের কোনও খোঁজ ছিল না।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার চার দিন পর মঙ্গলবার তাদের দুজনকে গ্রেপ্তারের খবর দেয় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের পাঠানো একটি এসএমএসে বলা হয়, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আন্দোলনকালীন সংঘাতের ঘটনায় ঢাকার নিউ মার্কেট থানার একটি মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হোসেনকে উদ্ধৃত করে জানিয়েছে প্রথম আলো।

গত ১৮ জুলাই আনিসুল হক যেদিন সাংবাদিকদের সামনে এসে আদালতের মাধ্যমে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন, তখন তার সঙ্গে সালমানও ছিলেন।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত ১৮ জুলাই সংসদ ভবনে সাংবাদিকদের সামনে আইনমন্ত্রী আনিসুল হক। তার পাশেই ছিলেন সালমান এফ রহমান।

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিমানবন্দরে আটকের খবর পাওয়া গিয়েছিল। তবে তারপর তিনি কোথায় আছেন, সেই তথ্য মেলেনি।

শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগ নেতাদের কেউ এখন প্রকাশ্যে নেই। কেউ বিদেশে চলে গেছেন বলে শোনা যাচ্ছে। যারা দেশে রয়েছেন, তারাও লুকিয়ে আছেন।

খ্যাতনামা আইনজীবী সিরাজুল হকের ছেলে আনিসুল হক ২০১৪ সালের নির্বাচনে প্রথম ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেবারই মন্ত্রী হন তিনি।

তারপর ২০১৮ এবং এই বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনেও তিনি জয়ী হন। ২০১৪ সাল েথকে তিনি টানা আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি সালমান রহমান বেক্সিমকো গ্রুপের কর্ণধার হিসাবেই বেশি পরিচিত ছিলেন।

২০১৮ সালে তিনি প্রথম আওয়ামী লীগ থেকে ঢাকা-১ (দোহার) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে দেশের ব্যবসা খাতে সালমানের একচ্ছত্র আধিপত্য গত এক দশকে ছিল ব্যাপক আলোচিত। পুঁজিবাজারের কারসাজির জন্য তাকে দায়ী করা হয়ে থাকে।

কামালের ব্যাংক হিসাব জব্দ

আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী, পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ মঙ্গলবার এ নির্দেশ দিয়েছে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় বলা হয়েছে, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান ও মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব স্থগিত থাকবে। চিঠিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত