Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

এবার কবিগুরু রবীন্দ্রনাথকে অবমাননার দায় সালমান খানের কাঁধে

সালমান খান, বলিউড, মুম্বই, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি
সালমান খানের ওপর এ বছর এপ্রিলে হামলার পর বাবা সিদ্দিকি তার নিরাপত্তার জন্য পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তারই জের হিসেবে তাকে হত্যা করা হল বলে মনে করছেন অনেকে।  
[publishpress_authors_box]

সালমান খানের জীবনে এতো সমস্যা একসাথে মনে হয় আর আসেনি। সেই ১৯৯৮ সালেত কৃষ্ণসার হরিণ হত্যা মামলা এখনও চলছে। যার জেরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের খুনের হুমকি । এরই মধ্যে নতুন সমস্যা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা!

না, বলিউডের ‘ভাইজান’ নিজে কিছু বলেননি!

সমস্যাটা ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে, খবর আনন্দবাজার পত্রিকার। এর সাম্প্রতিক এক পর্ব দেখে প্রথম সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন কবি শ্রীজাত।

তার অভিযোগ, কপিলের একটি শো-তে অভিনেত্রী কাজল এসেছিলেন। তাকে সামনে পেয়ে শো-এর অন্যতম কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির অপব্যাখ্যা করেছেন

অনলাইনে শ্রীজাতকে সমর্থন জানিয়েছিলেন পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগপ্ত–সহ পশ্চিমবাংলার বহু খ্যাতনামা ব্যক্তি।

কপিল শর্মা শো-এর সাথে সালমান খানের প্রযোজনা সংস্থা জড়িত আর ঠিক এই কারণে আইনি নোটিস পেয়েছেন এই অভিনেতা বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশন থেকে। সেই নোটিসে বলা হয়েছিল, কপিল শর্মা শো-এর প্রযোজক তারই প্রযোজনা সংস্থা।

তবে বুধবার ‘ভাইজান’-এর পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি বা তার প্রযোজনা সংস্থা আর শো-টির সঙ্গে যুক্ত নন। বলা হয়, সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ। সালমান খান এই শো-টি আর প্রযোজনা করেন না। ফলে, কোনও আইনি নোটিশ তাকে প্রভাবিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত