Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সালমান মামুন জিয়াউল আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

আদালত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার খিলগাঁওয়ে পরিবহন শ্রমিক সোহেলকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বুধবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে অপহরণ ও গুমের মামলায় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেছে আদালত।

এদিন সকালে তাদেরকে কারাগার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর পরিবহন শ্রমিক সোহেলকে হত্যাচেষ্টার মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক আতিকুজ্জামান সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

তৌহিদুল ইসলাম চৌধুরীকে অপহরণ ও গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. তহিদুল ইসলাম।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

সোহেলকে হত্যাচেষ্টার মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে আন্দোলনে যুক্ত হন সোহেল। তালতলা মার্কেটের সামনে থেকে সরকার দলীয় সমর্থকসহ পুলিশ ছাত্র-জনতার দিকে ইট-পাটকেল, টিয়ার গ্যাস, রাবার বুলেট, ছররা গুলি ও সাউন্ড গ্রেনেড চার্জ করে। এসময় পুলিশের গুলিতে আহত হন সোহেল।

জিয়াউলের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আসামিরা।

দুই দিন গুম করে রাখার পর ২৯ ডিসেম্বর তাকে দুটি ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে জামিন পেয়ে তিনি এসব বিষয়ে অভিযোগ জানাতে থানায় গেলেও সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়নি।

এসব অভিযোগ এনে গত ১৯ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারেক আহমেদ সিদ্দিক, জিয়াউল আহসানসহ ১০ জনের বিরুদ্ধে মামলাটি করেন তৌহিদুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত