Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সালমান-পলক ফের রিমান্ডে, আনিসুল-দীপু মনি নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
[publishpress_authors_box]

কোটা আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আন্দোলনে ঢাকার বিভিন্ন এলাকায় হত্যা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে করা পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকসহ নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালত এসব আদেশ দিয়েছে।

এর আগে এসব আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

সালমান ও পলককে ঢাকা কলেজের শিক্ষার্থী শামীমকে হত্যাচেষ্টার মামলায় তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই ওমর ফারুক সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এই রিমান্ড আবেদন বাতিল চেয়ে তাদের জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত সালমান ও পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলায় বলা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটাবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল করছিল।

এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলিসহ হামলা চালায়। চোখ-নাকে রাবার বুলেটে বিদ্ধ হয় ঢাকা কলেজের শিক্ষার্থী শামীমের। আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় গত ২৮ নভেম্বর শামীম বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন।

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

আনিসুল-দীপু মনি-পলকসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার

আন্দোলনে ঢাকার বিভিন্ন এলাকায় হত্যা-হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে করা পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ নয় জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সাবেক এমপি হাজী সেলিম ও তার ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম, ডিএমপির সাবেক এডিসি জুয়েল রানা ও গাজীপুরের শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি আব্দুর রউফ।

আদাবর থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, সাবেক এমপি হাজী সেলিম ও ফারুক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলক ও ডিএমপির সাবেক এডিসি জুয়েলকে গ্রেপ্তার দেখানো হয়েছে নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায়।

কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গুলশান থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। গাজীপুরের শ্রীপুর পৌর যুবলীগ সভাপতি রউফকে গ্রেপ্তার দেখানো হয়েছে হাতিরঝিল থানার হত্যা মামলায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত