Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

‘সস্তায়’ চেন্নাইয়ে কারেন, মোস্তাফিজের সম্ভাবনা কতটা

১৮.৫ কোটি রুপির স্যাম কারেনকে ২.৪০ কোটিতেই পেয়েছে চেন্নাই।
১৮.৫ কোটি রুপির স্যাম কারেনকে ২.৪০ কোটিতেই পেয়েছে চেন্নাই।
[publishpress_authors_box]

১৮.৫ কোটি রুপিতে গত মৌসুমে পাঞ্জাব কিনেছিল স্যাম কারেনকে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ সেরা হওয়া এই অলরাউন্ডার দর হারিয়েছেন এবার। মাত্র ২.৪০ কোটি রুপিতে তাকে কিনেছে চেন্নাই সুপার কিংস। তার দর কমেছে ৮৭ শতাংশ।

চেন্নাই ধরে রেখেছে লঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে। তাই ছেড়ে দেওয়া মোস্তাফিজকে চেন্নাইয়ের অন্তত ২ কোটি রুপি ভিত্তিমূল্যে কেনাটা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে পাথিরানা ইনজুরি প্রবণ হওয়ায় চিপকের উইকেটের কথা বিবেচনা করে মোস্তাফিজকে ফিরিয়ে আনার ভাবনা থাকতেও পারে তাদের।

দীপক চাহারকে নিলামে পায়নি চেন্নাই। তার জন্য ৮ কোটি রুপি পর্যন্ত দর হাঁকিয়েছিল তারা। কিন্তু মুম্বাই চাহারকে কিনেছে ৯.২৫ কোটি রুপিতে। তাই মোস্তাফিজকে ফিরিয়ে আনার সম্ভাবনা বেড়েছে চেন্নাইয়ের। তাদের কাছে এখনও খেলোয়াড় কেনার জন্য আছে ১৩ কোটি রুপির মতো।

বাংলাদেশি ১২ জনের কতজন নিলামে ডাক পান সেটাও অনিশ্চিত। কারণ ক্রমিক নম্বর অনুযায়ী প্রথম ১১৭ জনের সবাইকে ডাকার পর শুরু হবে দ্রুততর নিলামপ্রক্রিয়া। বাংলাদেশিদের মধ্যে মোস্তাফিজুর রহমানের নম্বর সবার ওপরে ১৮১।

বাংলাদেশিদের মধ্যে মোস্তাফিজুর রহমানের নম্বর সবার ওপরে ১৮১।

 এরপর ১৮৭ নম্বরে আছেন রিশাদ হোসেন। দলগুলোর হাতে টাকা থাকলে আর ২৫ জন খেলোয়াড়ের কোটা পূরণ না হলেই কেবল ডাক পাবেন বাংলাদেশিরা।

আইপিএল নিলামে বাংলাদেশিদের ক্রমিক নম্বর

ক্রমিক নম্বরখেলোয়াড়ভিত্তিমূল্য (রুপি)
১৮১মোস্তাফিজুর রহমান২ কোটি
১৮৭রিশাদ হোসেন৭৫ লাখ
২৪৭লিটন দাস৭৫ লাখ
২৯৮তাওহিদ হৃদয়৭৫ লাখ
৪০৯তাসকিন আহমেদ১ কোটি
৪৩৯সাকিব আল হাসান১ কোটি
৪৪০মেহেদী হাসান মিরাজ১ কোটি
৪৪৪শরিফুল ইসলাম৭৫ লাখ
৪৪৭তানজিম হাসান৭৫ লাখ
৪৭৫মেহেদী হাসান৭৫ লাখ
৪৮২হাসান মাহমুদ৭৫ লাখ
৪৮৫নাহিদ রানা৭৫ লাখ

সোমবার দ্বিতীয় দিন দল পাননি আইপিএলে নিয়মিত খেলা নিউজিল্যান্ডের তারকা কেইন উইলিয়ামসন। কেউ কিনেনি গ্লেন ফিলিপস, শাই হোপ মুজিব উর রহমান, আজিঙ্কা রাহানে, কেশব মহারাজ, আকিল হোসেন, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শকেও।

৩ কোটি ২০ লাখ রুপিতে ওয়াশিংটন সুন্দরকে কিনেছে গুজরাট। ৭ কোটি রুপিতে পাঞ্জাব কিনেছে মার্কো ইয়ানসেনকে। কিউই পেসার লকি ফার্গুসনকে ২ কোটি রুপিতেই পেয়েছে পাঞ্জাব। ৫ কোটি ৭৫ লাখে বেঙ্গালুরু কিনেছে ক্রুনাল পান্ডিয়াকে।

দিনের সবচেয়ে দামি খেলোয়াড় ভূবনেশ্বর কুমার। ১০.৭৫ কোটি রুপিতে তাকে কিনেছে বেঙ্গালুরু।

 কলকাতার সাবেক অধিনায়ক নীতীশ রানাকে ৪ কোটি ২০ লাখে কিনেছে রাজস্থান। আর জশ ইংলিসকে ২ কোটি ৬০ লাখে কিনেছে পাঞ্জাব। ৪.৮০ কোটি রুপিতে আফগান ১৮ বছর বয়সী স্পিনার আল্লাহ গজনফরকে কিনেছে মুম্বাই। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। কিছুদিন আগে গজনফর–ধাঁধায় পড়ে আফগানিস্তানের কাছে সিরিজের প্রথম ওয়ানডে হেরেছিল বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত