যুবরাজ সিং এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন। কাইরন পোলার্ডও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন। এই তালিকায় নতুন যোগ হলেন দারিয়াস ভিসের। তবে এক ওভারে বেশি রান নেওয়ার কীর্তিতে যুবরাজ-পোলার্ডকেও ছাড়িয়ে গেলেন সামোয়ার এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি রান এখন ভিসের।
পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছিল সামোয়া ও ভানুয়াতু। মঙ্গলবার (১৯ আগস্ট) এই ম্যাচেই নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভিসের। এক ওভারে সামোয়া ব্যাটার নিয়েছেন ৩৯ রান। ভেঙেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়া আগের ৩৬ রানের রেকর্ড।
২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কা মেরেছিলেন যুবরাজ। পরে পোলার্ড ও নেপালের দীপেন্দ্র সিং আইরিও এই কীর্তি গড়েন। তাতে ওভারে ৩৬ রানের রেকর্ড ছিল সর্বোচ্চ। ভিসের সৌজন্যে এই কীর্তি ঢাকা পড়ে গেল। ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর এক ওভারে নিয়েছেন ৩৯ রান।
সামোয়ার রাজধানী আপিয়ার ম্যাচের ১৫তম ওভারে হয়েছে নতুন বিশ্ব রেকর্ড। নিপিকোর প্রথম ৩ বলেই ৩ ছক্কা মারেন ভিসের। ওভারস্টেপে চতুর্থ বল ‘নো’ হলেও ব্যাট থেকে কোনও রান নিতে পারেননি ভিসের। তবে ফ্রি হিট পাওয়া পরের বলে ঠিকই ছক্কা আদায় করে নেন।
পঞ্চম বলে কোনও রান আসেনি। ষষ্ঠ বলে আবার ‘নো’। এই বলে ব্যাট থেকে কোনও রান আসেনি। তবে ফ্রি হিটে বল সীমানার ওপারে উড়িয়ে মারেন ভিসের। বোলার নিপিকোর দিন এতটাই খারাপ ছিল যে, ফ্রি হিটের বলটিও ফুলটস করার আম্পায়ার আবার ডাকেন ‘নো’। সুযোগটা নষ্ট করেননি, এক বলে দ্বিতীয়বার ফ্রি হিট পাওয়া ভিসের এবারও মারেন ছক্কা। তাতে এক ওভারে ৬ ছক্কা মারার কীর্তিতে নাম তুলে নেন এই ব্যাটার।
একই সঙ্গে এক ওভারে সর্বোচ্চ ৩৯ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের নাম খোদাই করে লিখে নেন ভিসের। মাত্র তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে নেমে এই ব্যাটার ৬২ বলে ১৪ ছক্কা ও ৫ চারে করেন ১৩২ রান।