পাকিস্তানের বিপক্ষে সাফে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে ১০ মিনিটেই চোট পান বাংলাদেশ দলের ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র।
ঋতুপর্ণা চাকমার থেকে পাওয়া বলটি হেডে জালে জড়ানোর চেষ্টার সময় শামসুন্নাহার জুনিয়রের সঙ্গে মাথায় ধাক্কা লাগে পাকিস্তানের অধিনায়ক মারিয়া জামিলা খানের। যে কারণে দুজনেরই মাথা কেটে যায়। দলের ফিজিও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কপালে ব্যান্ডেজ বেঁধে মাঠে নামেন শামসুন্নাহার। এবং হারতে যাওয়া ম্যাচে দলের গুরুত্বপূর্ণ গোল করে বাংলাদেশকে টুর্নামেন্টে টিকিয়ে রাখেন।
ম্যাচ শেষে জাতীয় দলের সব ফুটবলার টিম হোটেলে ফিরলেও কাঠমান্ডুর স্টার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় শামসুন্নাহারকে। একই সঙ্গে ওই হাসপাতালে নেওয়া হয় পাকিস্তান অধিনায়ককেও।
বাংলাদেশ দলের জন্য সুখবর, মারিয়ার তিনটি সেলাই লাগলেও শামসুন্নাহারের কোনও সেলাই লাগেনি। তাছাড়া তার ক্ষতটাও তত গভীর হয়নি। এমনকি শামসুন্নাহারের কোনও অ্যান্টিবায়োটিকও প্রয়োজন পড়েনি। শুধু ক্ষত স্থানে স্টিচ করে দিয়েছেন চিকিৎসক।
তার ক্ষতের জন্য কোনও টেস্ট দেয়নি চিকিৎসকেরা। কিন্তু সোমবার তাকে পর্যবেক্ষণে থাকতে হবে। এরপরই হয়তো মাথার ব্যান্ডেজ খুলে দেওয়া হতে পারে।
আগামী ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে পরের ম্যাচে পুরো ফিট শামসুন্নাহারকেই আশা করছেন কোচ পিটার বাটলার।