ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতায় আমূল পাল্টে গেছে লঙ্কান বোর্ড। পরিবর্তনের সেই হাওয়ায় কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া এখন শ্রীলঙ্কার পরামর্শক। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে আজ (মঙ্গলবার) লঙ্কান দলে যোগ দিয়েছেন ‘তিনি।’মাতারা হারিকেন’খ্যাত ১৯৯৬ বিশ্বকাপজয়ী এই তারকা।
সিলেটে জয়াসুরিয়া কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গেও। সেখানে জাকের আলীর ৩৪ বলে ৬৮ রানের ঝড়ে বাংলাদেশের লড়াইয়ের প্রশংসা করেছেন জয়াসুরিয়া।
জয়াসুরিয়া জানালেন,‘‘জাকেরকে দেখেছি। বাংলাদেশ দারুণ লড়াই করেছে। তারাও ভালো ব্যাট করেছে। চাপের মুখে শানাকা ভালো বল করেছে।’’
আগামীকাল (বুধবার) দ্বিতীয় ম্যাচে কি বাংলাদেশ পারবে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ফিরতে। জয়াসুরিয়া স্মরণ করিয়ে দিলেন বাস্তবতাটা, ‘‘বাংলাদেশ নিজেদের দেশে খেলছে। তারা ঘুরে দাঁড়াতেই পারে। সেরা ক্রিকেটটা খেলতে পারে যে কোন সময়।’’
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ৩ রানের রুদ্ধশ্বাস জয় দেখে খুশি জয়াসুরিয়া, ‘‘ভালো ম্যাচ ছিল। আমাদের ছেলেরা ভালো খেলেছে, ভালো ব্যাট করেছে। লঙ্কানদের ভালো খেলতে দেখে ভালো লাগলো। সবাই দায়িত্ব নিয়ে খেলছে। ব্যাটাররা রান করে বাংলাদেশকে চাপে রেখেছিল। শুধু আসালঙ্কা নয় সব ব্যাটার ভালো করেছে।’’
সিলেটে দলের সঙ্গে যোগ দিয়ে নিজের ভূমিকা নিয়ে জানালেন, ‘‘আমি এখানে এসেছি পরামর্শক হিসেবে। দল ভালো শুরু পেয়েছে। যতটা পারি সাহায্য করব দলকে। চেষ্টা করবো দলে ভূমিকা রাখতে। টিম ম্যানেজমেন্টসহ সবার সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করবো নিজের।’’ ১১০টি টেস্ট, ৪৪৫টি ওয়ানডে ও ৩১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১ হাজারের বেশি রান করেছেন জয়াসুরিয়া। নিয়েছেন ৪৪০টি উইকেট।
দুর্নীতিবিরোধী অভিযানে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে (এসিইউ) সাহায্য না করে তাদের কাজে বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছিল জয়াসুরিয়ার নামে। এই অপরাধে পাঁচ বছর নিষিদ্ধ হওয়ার কথা তার। কিন্তু জয়াসুরিয়ার ‘অতীতের ভালো আচরণ’-এর কথা মাথায় রেখে ২০১৯ সালে শাস্তি কমিয়ে করা হয় দুই বছর। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত ডিসেম্বরে জাতীয় দলে পরামর্শক হয়ে ফিরেছেন তিনি।
এদিকে চোটের জন্য ছিটকে যাওয়া কুশল পেরেরার জায়গায় দলে এসেছেন নিরোশান ডিকভেলা। ২০২১ সালের পর প্রথমবার টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন ডিকভেলা। তার নতুন পথচলার শুরুটা হচ্ছে সিলেট থেকে।
ডিকভেলাকে নিয়ে প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা জানালেন, ‘‘আমরা সেভন ডেনিয়েল, লাসিথ করুসপুলে ও ডিকভেলাকে নিয়ে আলোচনা করি। প্রথম দুজন একেবারেই তরুণ। বিশ্বকাপে অভিজ্ঞতার কথা মাথায় রেখে (বাংলাদেশ সিরিজে) নেওয়া হয়েছে ডিকভেলাকে। তবে ওকে সতর্ক করা হয়েছে, শৃঙ্খলা ভাঙলে সেটা সহ্য করা হবে না।’’