যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি। একবার নয়, প্রত্যাখ্যাত করেছে দুবার। যুক্তরাষ্ট্রের দূতাবাস রাখেনি নেপাল সরকারের অনুরোধও। তারপরও বিশ্বকাপ খেলা আটকাল না সন্দীপ লামিচানের। নেপালের এই লেগ স্পিনারের বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
আসলে বিশ্বকাপটা যৌথভাবে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। ধর্ষণ মামলায় দণ্ডিত ও পরে খালাস পাওয়া লামিচানে যুক্তরাষ্ট্রে খেলতে পারছেন না। তবে ওয়েস্ট ইন্ডিজে খেলতে তো বাধা নেই। তাই যুক্তরাষ্ট্রের ট্রানজিট বাদ দিয়ে অন্য পথে ওয়েস্ট ইন্ডিজ যাবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজে নেপালের দুটি ম্যাচ আছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই দুটি ম্যাচেই খেলবেন লামিচানে।
লামিচানেকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানো নিশ্চিত করে সিএএন লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যাত হওয়ার পরও, লামিচানে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচে খেলবে। আইসিসির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হচ্ছে করা হচ্ছে এটা। ’’
লামিচানের জন্য অপেক্ষা করে আইসিসির কাছে চূড়ান্ত ১৪ সদস্যের দল জমা দিয়েছিল নেপাল। তাকে নিয়ে দলটা এখন হলো ১৫ জনের। এ নিয়ে লামিচানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন নেপাল সরকার ও ক্রিকেট বোর্ড-এর প্রতি।