Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

টাইগার শ্রফের ‘বাঘি ফোর’-এ সঞ্জয় দত্ত

Sanjay Dutt Baghi 4 (1)
[publishpress_authors_box]

বলিউড ফিল্ম ‘বাঘি ফোর’ এর প্রযোজনা সংস্থা সঞ্জয় দত্তের ফার্স্ট লুক প্রকাশ করেছে। প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এর এক্স অ্যাকাউন্ট থেকে এই ফার্স্ট লুক প্রকাশ করা হয়।    

ফার্স্ট লুকের পোস্টারে দেখা যাচ্ছে সঞ্জয় দত্ত একটি সিংহাসনে রক্তাক্ত অবস্থায় বসে আছেন।  তার কোলে এক মৃত মহিলার দেহ। পোস্টারের নিচে লেখা “প্রত্যেক আশিকই একজন ভিলেন।”

আশা করা হচ্ছে সঞ্জয় দত্তের শক্তিশালী উপস্থিতি ‘বাঘি’ সিকুয়েলকে আরও রোমাঞ্চকর করে তুলবে।

এ. হার্শা পরিচালিত ‘বাঘি ফোর’ টান টান অ্যাকশন সিনেমা হবে বলে ধারণা করছে বলিউড প্রেমীরা।

টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজ তার অ্যাকশন দৃশ্য এবং আকর্ষণীয় গল্পের জন্য পরিচিত। বলিউড হাঙ্গামা মনে করছে, সিনেমাটিতে সঞ্জয় দত্তের উপস্থিতি সিক্যুয়েলটির আকর্ষণ আরও বাড়িয়ে দিল।

‘বাঘি ফোর’ ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত