বল হাতে বসন্ত চলছে হাসান মাহমুদের। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পথে আগুনে বোলিং করেছেন তিনি। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টেও আলো ছড়ালেন ডানহাতি পেসার। তার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার। টেস্টে হাসানের প্রচুর উইকেট দেখছেন তিনি।
পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজ জয়ের পথে রাওয়ালপিন্ডির শেষ ম্যাচে পাকিস্তানি ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন হাসান। দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ভারত মিশনে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে আবারও ৫ উইকেট পেয়েছেন তিনি।
ভারতের হারানোর প্রথম ৪ উইকেটের চারটিই ছিল হাসানের। নিখুঁত লাইন-লেন্থে পরাস্ত করেছেন ভারতীয় ব্যাটারদের। তার বোলিংয়ের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাঞ্জেরেকার লিখেছেন, “শ্রীলঙ্কার এশিয়া কাপে প্রথমবার দেখেছিলাম হাসান মাহমুদকে। তাকে বিশেষ মনে হয়েছিল। শক্তিশালী ও নিখুঁত বোলার। সে এমন একটি লাইনে বোলিং করে, যা তাকে এই টেস্ট যুগে প্রচুর উইকেট এনে দেবে।”
সফলতার গাড়ি চালিয়ে নিতে হাসানকে পরামর্শও দিয়েছেন ভারতের হয়ে ৩৭ টেস্ট ও ৭৪ ওয়ানডে খেলা মাঞ্জেরেকার। টুইটের পরের অংশে লিখেছেন, “ওপরের সবকিছু (সফল হতে হলে) ঠিকঠাক রাখতে হলে তার কখনোই গতি কমানো যাবে না। তার জন্য শুভকামনা!”