ধারাভাষ্যকারদের কন্ঠে ছিল সানজিদা আক্তারের প্রশংসা। ইস্টবেঙ্গল ক্লাবও সানজিদার দিকে চেয়ে ছিল। কিন্তু মঙ্গলবার ভারতীয় নারী ফুটবল লিগে বাংলাদেশের জাতীয় দলের উইঙ্গারের অভিষেকটা মনের মতো হলো না।
স্পোর্টস উড়িষ্যার বিপক্ষে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেছে সানজিদা আক্তারের ইস্টবেঙ্গল।
ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। কলকাতার ইস্ট বেঙ্গল মাঠে প্রথমবার খেলতে নামেন সানজিদা।
বল পজিশনেও পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। শতকরা ৪৯ ভাগ ছিল তাদের দখলে। পুরো ম্যাচে ৪টা শট নিয়েছে তারা। সব কটি নিয়েছেন সানজিদা। যদিও ১৭ শট নিয়েও গোলের দেখা পায়নি উড়িষ্যা।
ইস্টবেঙ্গলের ফরোয়ার্ডরা গোলপোস্টে সেভাবে বল রাখতে পারেননি এই ম্যাচে। যাও-বা দুয়েকবার বল নিয়ে ঢোকেন সানজিদা। ম্যাচের ২৮ মিনিটে সানজিদা বল নিয়ে দারুণভাবে বক্সে ঢুকে ক্রস দেন সতীর্থ এক ফুটবলারকে। কিন্তু সেবার গোল হয়নি।
এরপর ৩৩ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে একাই বক্সে ঢোকেন সানজিদা। পোস্টে শটও নিয়েছিলেন। কিন্তু পোস্ট ঘেষে বল যায় বাইরে।
উড়িষ্যার ডিফেন্ডার শিবানি তো সারাক্ষণ কড়া মার্কিংয়ে রাখেন সানজিদাকে। দ্বিতীয়ার্ধে সানজিদাকে খুব বেশি বলের যোগান দিতে পারেননি কেউ।
যদিও যোগ হওয়া সময়ে শিবানির ফ্রি কিক থেকে নেওয়া শট ক্রসবারে লাগে। এ যাাত্রায় বেঁচে যায় ইস্টবেঙ্গল।
অবশ্য ইস্টবেঙ্গলকে সেরা একাদশ নামাতে হিমশিম খেতে হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে খেলতে মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন ইস্ট বেঙ্গলের পাচ ফুটবলার।
যদিও ৭ দলের ভারতীয় নারী লিগে খুব বেশি ভালো অবস্থানে নেই ইস্টবেঙ্গল। ৭ ম্যাচে ১টাই জয়, ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।
৭ ম্যাচে ৫ হার ও ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে স্পোর্টস উড়িষ্যা।
৬ ম্যাচে ৫ জয় ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উড়িষ্যা এফসি।
আগামী ৫ ফেব্রুয়ারি সানজিদার ইস্ট বেঙ্গলের পরের ম্যাচের প্রতিপক্ষ সাবিনা খাতুনের কিকস্টার্ট এফসি।