ভিসা পেতে দেরি হচ্ছে দেখে আফসোসে পুড়ছিলেন সানজিদা আক্তার। ভারতের নারী ফুটবল লিগের ক্লাব ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি হওয়ার পরও খেলতে পারছিলেন না। অবশেষে ভারতের ভিসা হাতে পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের উইঙ্গার।
বুধবার বিকেল ৫টার ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে সানজিদার।
লিগের পয়েন্ট টেবিলে ইস্ট বেঙ্গলের অবস্থান ৭ দলের মধ্যে ষষ্ঠ। ৬ ম্যাচে ১টা মাত্র জয়ে ৩ পয়েন্ট তাদের। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ ৩০ জানুয়ারি। কলকাতার ইস্ট বেঙ্গল মাঠে প্রতিপক্ষ স্পোর্টস উড়িষ্যা।
প্রথমবার দেশের বাইরে ফুটবল লিগে খেলতে যাচ্ছেন সানজিদা। ইস্ট বেঙ্গলের মতো ঐতিহ্যবাহী দলে খেলতে পেরে দারুণ খুশি। ভিসা পাওয়ার পর সকাল সন্ধ্যাকে বলেন, “ভারতের ভিসা পেয়েছি। প্রথমে কলকাতা যাবো। সেখানে খেলা আছে। ওখান থেকে গোয়ায় যাবো। আসলে আমি অনেক উচ্ছ্বসিত। দেশের বাইরে খেলাটা স্বপ্নের মতো ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।”
ইস্ট বেঙ্গল ক্লাবের লাল হলুদ জার্সিতে ৯০ দশকে খেলেছেন মোনেম মুন্না, শেখ মোহাম্মদ আসলাম, রিজভী করিম রুমি ও গোলাম গাউসের মতো তারকা ফুটবলাররা। ছেলেদের দলে খেলে তারা সুনাম কুড়িয়েছেন। সানজিদাও পূর্বসূরীদের মান ধরে রাখতে চান, “মুন্না ভাইয়েরা সেখানে খেলে দেশের সুনাম বাড়িয়েছেন। আমিও চেষ্টা করবো তাদের মতো কিছু করার। নিজের সেরাটা দিয়েই খেলার চেষ্টা থাকবে আমার।”
ভারতের নারী ফুটবল লিগে খেলতে আগেই সেখানে পৌঁছেছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। এবার সাবিনা খেলছেন কর্ণাটকের ক্লাব কিকস্টার্ট এফসির জার্সিতে। ৫ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের মাঠে সাবিনা ও সানজিদার মুখোমুখি লড়াই হতে পারে। ওই দিনই যে কর্ণাটকের সঙ্গে খেলবে ইস্ট বেঙ্গল।