Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

জানুয়ারিতেই শেষ হবে নেইমারের আল হিলাল অধ্যায়!

neymer5
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

চোটের জন্য এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। লম্বা সময় পর ফিরে আল হিলালের হয়ে খেলেছেন দুই ম্যাচ। দ্বিতীয় ম্যাচে আবারও পড়েছেন ইনজুরিতে। এজন্য মাঠের বাইরে থাকতে হবে অন্তত এক মাস।

নেইমারের চোট নিয়ে বিবৃতিতে আল হিলাল জানিয়েছে, ‘‘স্ক্যানে হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে নেইমারের। চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে তার মাঠে ফিরতে ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।’’

নেইমারের আবারও ইনজুরিতে পড়াকে দুর্ভাগ্যজনক বললেন আল হিলাল কোচ হোর্হে জেসুস, ‘‘দুর্ভাগ্যজনকভাবে, এটা সহজ চোট নয়। হয়তো পেশির চোটে ভুগছে নেইমার, এই চোটটা হাঁটুর নয়।’’

গত বছর ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পিএসজি থেকে আল হিলালে যোগ দেন নেইমার। তবে সবমিলিয়ে খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। লম্বা সময় মাঠের বাইরে থাকায় এই মৌসুমে সৌদি প্রো লিগে তার নামও নিবন্ধন করায়নি ক্লাবটি। নেইমার তাই খেলতে পারবেন শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ।

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে ইনজুরি প্রবণ তারকাটির সঙ্গে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই চুক্তি বাতিল করতে পারে আল হিলাল। ‘ইউওএল’ জানিয়েছে, ‘‘জানুয়ারিতেই নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করবে আল হিলাল। তার পুরোনো ক্লাব সান্তোস ফিরিয়ে নিতে পারে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে।’’

সান্তোসেই ক্যারিয়ার শুরু নেইমারের। এরপর বার্সেলোনা, পিএসজি, আল হিলাল হয়ে আবার সেখানেই ক্যারিয়ারের শেষটা করতে পারেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত