Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সান্তোসে নেইমার?

neymar-4
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

সান্তোস বলতেই সবার আগে চোখের সামনে ভেসে উঠবে পেলের ক্লাব। এই ক্লাব থেকেই ‘ফুটবলের রাজা’ হয়েছেন পেলে। ব্রাজিলিয়ান ক্লাবটিতে খেলেছেন আরও অনেক রথী-মহারথী। তবে পেলের পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নেইমারকে নিয়ে। সান্তোসের জার্সিতে আলো ছড়িয়ে এই ফরোয়ার্ড নজরে পড়েন ইউরোপের বড় বড় ক্লাবের। তার প্রথম তারকাখ্যাতি সান্তোসেই। শৈশবের সেই ক্লাবেই কি ফিরছেন নেইমার?

২০২৩ সালে প্রথমবার ব্রাজিলের শীর্ষ স্তরের ফুটবলে থেকে অবনমন হয় সান্তোসের। তবে এক বছর পরই ফিরেছে ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে। আগামী মৌসুমে তাদের শীর্ষ লিগে ফেরা নিশ্চিত হওয়ার পর থেকে নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জন। ক্লাবটির সভাপতি মার্সেলো তেইজেইরা দুই হাত খুলে স্বাগত জানাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

এমন একটা সময়ে নেইমারের সান্তোসে ফেরার আলোচনা চলছে যখন তার বর্তমান ক্লাব আল হিলাল ছাড়ার গুঞ্জন ওড়াওড়ি করছে। লম্বা সময় পর চোট কাটিয়ে মাঠে ফেরার দুই ম্যাচ পরই আবার ছিটকে গেছেন সাবেক বার্সেলোনা তারকা। ক্লাবের সঙ্গেও নাকি তার সম্পর্ক ভালো যাচ্ছে না। এ কারণে সামনের জানুয়ারিতে আল হিলালের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবর।

এর মাঝে নেইমারের সান্তোসের ফেরার আলোচনায় অনেকে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন। যে ক্লাবের আলো-বাতাসে বেড়ে ওঠে তারকাখ্যাতি পেয়েছেন নেইমার, সেই ক্লাবটিও নেইমারকে চাইছে। সান্তোস সভাপতি বলেছেন, “আমরা আমাদের উদ্দেশ্য নিয়ে পরিষ্কার। যেটা তার (নেইমার) বাবা ও স্টাফেরা জানেন। তারা আমাকে জানে, তারা সান্তোসকে জানে। আমাদের অপেক্ষা করতে হবে, কারণ তার চুক্তি এখনও চলমান (আল হিলালের সঙ্গে)।”

২০২৫ সালের জুন পর্যন্ত আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি। যদিও ইউরোপিয়ান মিডিয়ার খবর, জানুয়ারিতেই আল হিলাল অধ্যায় শেষ হচ্ছে ৩২ বছর বয়সী তারকার। এই গুঞ্জনের মাঝেই মুখ খুলেছেন নেইমার। সৌদি আরবের ২০৩৪ সালের বিশ্বকাপ বিডিংয়ে যুক্ত হয়ে তিনি অবশ্য ভিন্ন কথা বলছে। নেইমার বরং সৌদি আবার ও দেশটির ফুটবলে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নিশ্চিত করেছেন, তিনি আল হিলালে ভালো আছেন।

নেইমার লিখেছেন, “এখানে (সৌদি আরব) খেলার ও এমন দেশে থাকার সুযোগ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি সবসময় বলি যে, এখানে আমাকে খুব ভালোভাবে গ্রহণ করা হয়েছে। আমি খুব খুশি ও নিশ্চিত এটি আরও ভালো হবে। আমি নিশ্চিত অন্য তারকারাও এখানে আসবেন। আমি বিশ্বাস করি, অনেকের এখানে আসার সুযোগ হবে। এখানে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি মনে করি এই অভিজ্ঞতা নেওয়ার সুযোগ সবার পাওয়া উচিত।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত