Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বিসিবি প্রধানের পদত্যাগ দাবি সাকিব ভক্তদের

মিরপুরে হামলা হয়েছিল সাকিব ভক্তদের উপর। ছবি : সকাল সন্ধ্যা
মিরপুরে হামলা হয়েছিল সাকিব ভক্তদের উপর। ছবি : সকাল সন্ধ্যা
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আগের দিনই। সেই ডাকে সাড়া দিয়ে মিরপুরে সাকিব আল হাসানকে দেশের মাটিতে অবসরের সুযোগ করে দেওয়ার দাবি জানাতে ২০ অক্টোবর লং মার্চ করেন সাকিবভক্তরা।

‘সাকিবিয়ান’ নামে পরিচিত এই ভক্তরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন। সাকিবকে মিরপুর টেস্টে খেলার সুযোগ না দিলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগেরও দাবি জানাচ্ছিলেন।

সে সময় সাকিব বিরোধীরা হঠাৎ আক্রমণ করে বসে তাদের। এরপর ছত্রভঙ্গ হয়ে গেলেও ১০০’র বেশি সাকিবিয়ান বিকেলে জড়ো হয়ে ধাওয়া দেন সাকিব বিরোধীদের।

সাকিব বিরোধীরা সরে গেলে তারা একটা স্মারকলিপি জমা দেওয়ার চেষ্টা করেন

বিসিবিতে। সেটা সম্ভব না হওয়ায় গণমাধ্যমের সামনে সেই স্মারকলিপি পড়ে শোনান এক সাকিব ভক্ত। তাতে জোড়ালোভাবে দাবি জানানো হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের।

স্মারকলিপি পড়ে শোনাচ্ছেন সাকিবের এক ভক্ত। ছবি : সকাল সন্ধ্যা

ওই ভক্ত হাতে স্মারকলিপি নিয়ে পড়ে শোনাচ্ছিলেন, ‘‘আমরা দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্রিকেট ভক্ত, আমরা আমাদের পূর্বপরিকল্পিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনকালে দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে আমাদের উপর হামলা চালায়। আমরা স্বাধীন সার্বভৌম দেশে এই বৈষম্যের তীব্র নিন্দা জানাই। সাথে সাথে তদন্ত সাপেক্ষে এর বিচারের দাবি জানাই।’’

এরপরই আসে বিসিবি প্রধানের পদত্যাগের দাবি, ‘‘ক্রীড়া উপদেষ্টার সম্মতির পরও দেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদের দেশের মাটিতে এসে অবসর নিতে না পারা আমাদের জন্য লজ্জার। এই লজ্জার গ্লানি নিয়ে কোন ব্যক্তি বিসিবি প্রধানের দায়িত্ব পালন করতে পারে না। সুতরাং আমরা এই ব্যর্থ প্রধানের পদত্যাগ দাবি করছি।’’

সাকিব আল হাসানকে দেশে আসার সুযোগ করে দিয়ে জানানো হয় বিদায়ী টেস্ট খেলার আবেদনও, ‘‘ ক্রীড়া উপদেষ্টার, মুষ্টিমেয় লোকের প্রচারণায় সাকিবের নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত লজ্জার। আমরা আশা করছি ও দাবি জানাচ্ছি সাকিবকে দেশে এনে সসম্মানে অবসরের সুযোগ দেওয়া হোক।

এরই সাথে বিসিবিতে পরিবারতন্ত্র, চাটুকারিতা ও বৈষম্য দূর করার দাবি জানাচ্ছি।’’

হামলার প্রতিবাদে বিক্ষোভও করেছেন সাকিবিয়ানরা। এক ভক্ত বলছিলেন, ‘‘আমরা গড়িতে আগুন দেই নাই, মানুষের ক্ষতি করি নাই। তাহলে এই হামলা কেন?’’ মোহাম্মদপুর থেকে আসা সাহরা খাতুন শান্তা বলছিলেন, ‘‘আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছিলাম। সেই অধিকার সবার আছে। অথচ আমাদের উপর হামলা করা হয়েছে। এর বিচার চাই আমরা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত