সুযোগটা হঠাৎ করেই এসেছে সাকলাইন মোস্তফা সাজিদের কাছে। দেশের প্রথম দাবাড়ু হিসেবে ইউরোপে অনুশীলনের সুযোগ পাচ্ছে ১২ বছর বয়সী ক্যান্ডিডেট মাস্টার।
গত বছর ডিসেম্বরে জাতীয় জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন হয়ে প্রথম সবার নজর কাড়ে সাকলাইন। এরপর জানুয়ারি মাসে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তারকে টপকে রেটিং দাবায় হয় চ্যাম্পিয়ন।
এবার বিশ্ব দাবা সংস্থা ফিদে বড় প্লাটফর্মে অনুশীলনের সুযোগ করে দিচ্ছে তাকে। স্পেনে উচ্চতর প্রশিক্ষণে উঠতি প্রতিভা সাকলাইনকে বাছাই করেছে ফিদে।
স্পেনের মেনরকা আইল্যান্ডে প্রশিক্ষণ চলবে ২৭ মার্চ থেকে ২ এপ্রিল। এখানে অনুশীলনের সব খরচ বহন করবে ফিদে। যেখানে দাবার প্রশিক্ষণ দেবেন বিখ্যাত দুই গ্র্যান্ডমাস্টার জুডিথ পোলগার এবং গ্র্যান্ডমাস্টার আর্থার ইউসুপোভ।
শুধু প্রশিক্ষণ নয় সেখানে একটি টুর্নামেন্টও খেলবে সাকলাইন। সাকলাইনের সঙ্গে অভিভাবক হয়ে যাচ্ছেন আরেক দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। তিনি বলেছেন, ‘স্পেনের এই প্রশিক্ষণ ক্যাম্পে সারা বিশ্ব থেকে ১২ জন দাবাড়ুকে বাছাই করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে শুধু সাকলাইন রয়েছে। এটা অনেক বড় সুযোগ ওর জন্য। সাধারণত বিশ্বে যারা নতুনদের মধ্যে ভালো করে তাদেরই এমন সুযোগ দেওয়া হয়। ফিদে নিজেই যাচাই বাচাই করে থাকে। আমাদের এখান থেকে কোনও আবেদন করতে হয়নি।”
কিভাবে এমন সুযোগ পেয়েছে সাকলাইন সেটাও জানালেন শাকিল, “৬-৭ মাস আগে অনলাইনে সাকলাইন একটা কোচিং করে। বাংলাদেশ পুলিশ এটার আর্থিক সহযোগিতা করেছিল। ওই কোচিংয়ে সাকলাইনের পারফরম্যান্স দেখার পর ফিদে তাকে নির্বাচন করে।”
এমন একটা সুযোগ সাকলাইনের পারফরম্যান্সে যোগ করবে অন্য মাত্রা। তেমনটাই বললেন শাকিল, “ যার বই পড়ে আমি বাচ্চাদের শেখায় সেই গ্র্যান্ডমাস্টার আর্থার ইউসুপোভ সরাসরি ক্লাস নেবেন এখানে। এটা তো অনেক বড় ব্যাপার ওর জন্য। ট্রেনিং ক্লাসে থাকবেন জুডিথ পোলগার। স্বাভাবিকভাবেই বিশাল অভিজ্ঞতা নিতে পারবে সে এখান থেকে।”