ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দয়তা বোঝাতে তাকে ‘প্যাথলজিক্যাল খুনি’ বলেছেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম।
শনিবার চট্টগ্রাম জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’র পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। সারজিস এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে সারজিস বলেন, “হাসিনা যদি একজন প্যাথলজিক্যাল খুনি না হতো, তাহলে তো সে ২ হাজার খুন করতে পারত না। কোনও একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকত, তাহলে সে এত জীবন ঝরাতে পারত না।”
মনস্তাত্ত্বিক জটিলতার কারণে যারা খুন করে থাকেন, তাদের ‘প্যাথলজিক্যাল খুনি’ বলা হয়ে থাকে। সিরিয়াল কিলাররা এই তালিকায় ফেলা হয়ে থাকে।
অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশছাড়া শেখ হাসিনাকে পুনর্বাসনের যে কোনও চেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন সারজিস।
তিনি বলেন, “হাসিনার নাম যারা নিচ্ছে, তাদের খুঁজে বের করা হবে। খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি।”
‘ফ্যাসিবাদীদের’ পুনর্বাসন চেষ্টা ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখনও যারা শহীদদের পরিবার নিয়ে, এই আন্দোলন নিয়ে নানা কথা বলছে, তারা শেখ হাসিনার রেখে যাওয়া কীট, যা সে এত বছর লালন করেছে।
“এসব কীটদের যদি পাখা গজায়, তাহলে আজ থেকে ৫ বছর পর তারা শহিদ পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই খুনিরা যেন কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ না পায়, সেজন্য সচেতন থাকতে হবে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১০৫টি শহীদ পরিবারের প্রতিটিতে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়। সব মিলিয়ে ৫ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয় এই অনুষ্ঠানে। ক্ষতিপূরণের চেক নিতে গিয়ে অভ্যুত্থানের ছাত্রনেতাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা।