স্পিনে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার সৌদ শাকিল। সেটা প্রমাণ করলেন আরও একবার। রাওয়ালপিন্ডিতে যখন স্পিনাররা ছড়ি ঘোড়াচ্ছেন, তখন একটা প্রান্ত আগলে বিষাক্ত সেই বলগুলো নির্বিষ করে সেঞ্চুরি করলেন শাকিল। ১৫তম টেস্টে এটা তার চতুর্থ সেঞ্চুরি।
শাকিলের সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন লিড নিয়েছে পাকিস্তান। প্রথম দিন ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৬৭ রানে। তাদের ১০ উইকেটের ৯টিই নিয়েছিলেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী। জবাবে শাকিলের সেঞ্চুরিতে পাকিস্তান অলআউট হয় ৩৪৪ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ২৪ রানে। এখনও ইংল্যান্ড পিছিয়ে ৫৩ রানে।
Nasser Hussain : "You want your best player of spin to stand up – and Saud Shakeel has definitely done that. It's an outstanding knock, it really is." pic.twitter.com/SFY22o7Aiw
— Thakur (@hassam_sajjad) October 25, 2024
আজ (মঙ্গলবার) দ্বিতীয় দিন ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। তবে পাকিস্তানের হালটা ধরেন সৌদ শাকিল। বল হাতে জাদু দেখানো নোমান ও সাজিদ সঙ্গ দিয়েছেন তাকে।
নোমান আলীর সঙ্গে অষ্টম উইকেটে ৮৮ রানের জুটি গড়েন শাকিল। ৪৫ করে নোমান ফেরার পর শাকিলের সঙ্গে ব্যাট হাতে দৃঢ়তা দেখান সাজিদ। ৪৮ বলে ২ বাউন্ডারি ৪ ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ৪৮ রানে।
শাকিল আউট হন ১৩৪ রানে। ২২৩ মিনিটে ক্রিজে থাকা শাকিলকে ফেরান অ্যাটকিনসন। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে হার না মানা ২০৪ রান সেরা স্কোর শাকিলের।
এছাড়া আব্দুল্লাহ শফিক ১৪, শান মাসুদ ২৬, সাইম আয়ুব ১৯, মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন ২৫ রানে। লেগ স্পিনার রেহান আহমেদ ৪টি ও অফস্পিনার শোয়েব বশির নেন ৩ উইকেট।