সৌদি আরবে আজ শুক্রবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। দেশটির আকাশে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এই হিসাবে ১৬ জুন তথা জিলহজ মাসের ১০ তারিখে সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
অর্থাৎ জিলহজ মাসের ৯ তারিখ তথা ১৫ জুন হজ হবে।
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আজ। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।
ইসলামি ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে শুক্রবার সন্ধ্যায় ইসলামি ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে সাধারণত সৌদি আরবের একদিন পর চাঁদ দেখা যায়। সেই হিসাবে দেশে ঈদ হতে পারে ১৭ জুন।