ইসরায়েলের দিকে তাক করা ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের কিছু জর্ডান ভূপাতিত করেছিল। এমন কাজ সৌদি আরবও করে বলে দাবি উঠেছে। তবে সে খবর নাকচ করে দিয়েছে দেশটির কর্মকর্তারা।
সিরিয়ায় কনস্যুলেটে হামলার জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েল ও ইরানের মাঝে ইরাক, জর্ডান ও সৌদি আরবের অবস্থান রয়েছে।
ইরান তাদের লক্ষ্য অর্জনে সফল বলে দাবি করলেও ইসরায়েল জানায়, অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র তারা নিজেরা ও মিত্রদের সহযোগিতায় ভূপাতিত কিংবা নিষ্ক্রিয় করেছে।
ডজনখানেক ড্রোন জর্ডান নিষ্ক্রিয় করেছে বলে স্বীকার করে। তবে তারা জানায়, আত্মরক্ষায় তারা এই পদক্ষেপ নিয়েছে, ইসরায়েলকে সহায়তা করার উদ্দেশ্যে নয়।
এরমধ্যেই ইসরায়েলের সংবাদমাধ্যমে সৌদি আরবের সরকারি ওয়েবসাইটকে উদ্ধৃত করে খবর আসে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সৌদি আরবও নিষ্ক্রিয় করেছে।
ইহুদি রাষ্ট্রটির সংবাদসাধ্যমে এমন খবর দেখে বিষয়টি স্পষ্ট করার দায়িত্ব নেয় ইসলামি রাষ্ট্রটির সরকারি সংবাদ মাধ্যম আল অ্যারাবিয়া।
সোমবার সরকারি এক সূত্রের উদ্ধৃতি দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, “সরকারি কোনও ওয়েবসাইটে ইসরায়েলে হামলা আটকানোর বিষয়ে সৌদি আরবের অংশগ্রহণের কোনও বিবৃতি প্রকাশ হয়নি।”
ইসরায়েলে ইরানের আক্রমণের পরে রিয়াদ সব পক্ষকে সংযমের ‘সর্বোচ্চ স্তর’ ধারণ এবং এই অঞ্চলটিকে সম্ভাব্য যুদ্ধ থেকে মুক্ত রাখার আহ্বান জানানো হয়।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, মধ্যপ্রাচ্য আর কোনও সংঘাতের ভার নিতে পারবে না।