ইতিহাসে প্রথমবারের মতো সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্সে’ অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের এক নারী।
২৭ বছর বয়সী ওই সৌদি মডেলের নাম রুমি আলকাহতানি। ইনস্টাগ্রামে এই সুন্দরী মডেলের রয়েছে ১০ লাখ ফলোয়ার।
সোমবার তিনি ইনস্টাতেই নিজের অ্যাকাউন্ট থেকে বিশ্বের অন্যতম গ্লামারাস ওই সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করার ঘোষণা দেন। আরবি ভাষা যা লিখেন, তার অনুবাদ করলে দাঁড়ায়- “সৌদি আরবের প্রতিনিধি হয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করছি। এটা এ প্রতিযোগিতায় সৌদি আরবের অংশ নেওয়ার সূচনালগ্ন।”
পাশাপাশি একটি ছবিও পোস্ট করেন রুমি। ছবিতে দেখা যাচ্ছে, তার হাতে সৌদি আরবের পতাকা। উদ্বাহু উন্মুক্ত করা স্ট্র্যাপলেস গাউনের সঙ্গে মাথায় টায়রা দেওয়া ছবিটিতে গায়ে ‘মিস ইউনিভার্স সৌদি আরাবিয়া’ লিখিত স্যাসেও তিনি চাপিয়েছেন।
৭৩তম মিস ইউনিভার্স আসরটি অনুষ্ঠিত হবে এ বছরের সেপ্টেম্বরে মেক্সিকো সিটিতে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণকারী রুমি আলকাহতানি ফ্যাশন ও মডেলিং জগতে পরিচিত নাম। মিস প্লানেট ইন্টারন্যাশনাল, মিস ইউরোপ কনটিনেন্টাল, মিস গ্লোবাল এশিয়া, মিস আরব ওয়ার্ল্ড, মিস আরব ইউনিটি এবং মিস ওমেন আসরে সৌদি আরবের হয়ে যোগ দিয়েছেন এই তরুণী।
বিশ্বের নানা জায়গার সুন্দরী প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছেন। সবশেষ সপ্তাহখানেক আগেই মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান’ নামের এক সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জিতে নেন তিনি।
ওই আসরেও সৌদি আরবের পতাকা প্রথমবার তোলেন তিনি।
ওই প্রতিযোগিতা চলার সময় ইনস্টাগ্রামে নিয়মিত ছবি দিয়ে ভক্তদের হালনাগাদ রাখতেন আলকাহতানি।
প্রতিযোগিতায় কখনও লম্বা আলখাল্লা, কখনও খেলার পোশাক আবার কখনও সৌদি আরবের ঐহিত্যবাহী পোশাকে দেখা যায় তাকে।
তবে সুন্দরীদের আসরে প্রথম কোনো সৌদি নারীর অংশ নেওয়ার ঘটনা ঘটিয়েছিলেন রাহাফ আল-হারবি। ২০২২ সালে ইতালির নাপোলিতে বসেছিল মিস ইউরোপ কন্টিনেন্টাল আসর। সেখানেই প্রথমবার কোনো সৌদি নারীকে দেখা যায়।
এরপর মিস ইউনিভার্স আসরে যোগ দেবেন এমন কথাও জানিয়েছিলেন রাহাফ আল-হারবি।
শেষ পর্যন্ত অবশ্য মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার সৌদির পতাকা হাতে উঠতে চলেছেন রুমি আলকাহতানি।