Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
সৌরভ বদলা নিলেন ২০১০ যুব বিশ্বকাপ হারের

এক ইঞ্জিনিয়ার ধসিয়ে দিলেন পাকিস্তানের সৌধ

সুপার ওভারে জয়ের নায়ক সৌরভ একজন ইঞ্জিনিয়ার। ছবি : এক্স
সুপার ওভারে জয়ের নায়ক সৌরভ একজন ইঞ্জিনিয়ার। ছবি : এক্স
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ডকে হারালেই সুপার এইটের টিকিট। পাকিস্তানের জন্য সহজ অঙ্ক। সেই অঙ্কটা কঠিন করে তুললেন সৌরভ নেত্রাভালকার। বামহাতি এই ফাস্ট বোলারের হাতে সুপার ওভারটা তুলে দেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। সেই আস্থার প্রতিদান দিয়ে তিনি জয় এনে দেন ৫ রানে।

সুপার ওভার করার বদলে ম্যাচটা গ্যালারিতে বসেও দেখতে হতে পারত সৌরভকে। কারণ পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। ওরাকলে কাজ করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। ২০১৫ সালে ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে পড়াশোনা করছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে। এরই ফাঁকে খেলতেন ক্রিকেট।

এমনকি সৌরভের কলিগরাও জানতেন না ছুটিতে কখন ক্রিকেট খেলতে যান তিনি। কেননা যুক্তরাষ্ট্রে খেলাটা জনপ্রিয় তো নয়ই, তেমন পরিচিতও নয়। তবে সৌরভের রক্তেই ছিল ক্রিকেট।  কারণ তার জন্ম মুম্বাইয়ে। খেলেছেন রঞ্জি ট্রফি। শুধু তাই নয় ভারতের হয়ে খেলেছেন ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও।

সেই বিশ্বকাপে সৌরভের সতীর্থ ছিলেন লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, জয়দেব উনাদকাটরা। সেবার কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। বাবর আজম খেলেছিলেন ম্যাচটিতে। সৌরভ ১ উইকেট নিলেও ভারত হেরে যায় ২ উইকেটে। কাল ডালাসে কি সেই প্রতিশোধই নিলেন এই ইঞ্জিনিয়ার। ধসিয়ে দিলেন পাকিস্তানের সৌধ?

কেননা যুক্তরাষ্ট্রের এই জয়টাকে বলা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। এর অন্যতম নায়ক হয়ে জয়ের স্মৃতিটা আজীবন লালন করে যাবেন সৌরভ।

অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের স্বপ্ন আরও বড়। তার বিশ্বাস এই জয় খুলে দিবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন দিগন্ত,‘‘ পাকিস্তানকে বিশ্বকাপে হারানো অনেক দুয়ার খুলে দেবে আমাদের জন্য। যুক্তরাষ্ট্রের মানুষ জানবে ক্রিকেট নিয়ে। বিশ্বকাপ আয়োজন করা আর দল হিসেবে খেলা কাজে দিবে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত