Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
[publishpress_authors_box]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকার ধামরাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট এলাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটা এলাকায় অবরোধ করে।

শিক্ষার্থীরা ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে মিছিল নিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে ইসলামপুর এলাকা ঘুরে এসে আবার ঢুলিভিটায় অবস্থান নেয়। মিছিলে শিক্ষার্থীরা সরকারের পদত্যাগ দাবিতে স্লোগান দেয়।

তাদের অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে অন্তত পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচল করা সাধারণ মানুষরা।

শিক্ষার্থীদের কর্মসূচির সময় পুলিশ ইসলামপুর এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নিলেও কোনও বাধা দেয়নি।

পরে আড়াইটার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল শুরু হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর পৌনে ১টার দিকে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। তারাও সরকারবিরোধী স্লোগান দেয়।

সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিলে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত