Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

মুরাদ জংয়ের কর্মীদের সাভার ছাড়া করার হুমকির অভিযোগ

সাভারে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মুরাদ জং।
সাভারে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মুরাদ জং।
[publishpress_authors_box]

আসন্ন নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের পক্ষ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দলটির সাবেক সংসদ সদস্য ঈগল প্রতীকের তালুকদার মো. তৌহিদ জং মুরাদের কর্মীদের এলাকাছাড়া করার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ভোটের আগের দিন শনিবার রাত ৮টার দিকে এ হুমকি দেন বলে অভিযোগ করেছেন থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম ফয়সাল। তিনি বলছেন, সবুজবাগ এলাকায় তার বাসার সামনে এ ঘটনা ঘটেছে।

এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে রাজীবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাভার থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফয়সাল সকাল সন্ধ্যাকে জানান, তারা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ঈগল প্রতীকের প্রার্থী মুরাদ জংয়ের সমর্থক।

ফয়সাল বলেন, “সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব তার দলবল নিয়ে রাত ৮টার দিকে আমার বাড়ির সামনে গিয়ে গাড়ি থামিয়ে আমাদের লোকজনকে অকথ্য ভাষায় গালাগালি করে চলে যায়।

“উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশে বলেন, প্রত্যেকের ছবি তোলা আছে। ৮ তারিখ মুরাদ জংয়ের একটা কর্মীও সাভার থাকতে পারবে না। প্রত্যেককে সাভার ছাড়া করব। তারপর কতক্ষণ আবার গালাগালি করে চলে যায়। প্রায় ৮ মিনিট উনি গালাগালি করেন এবং থ্রেট করেন।”

ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীব তার নিজের গাড়ির সামনের সিটে বসে জানালা দিয়ে লোকজনকে ধমকাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে রাজীবের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। ওই ভিডিও তার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েও সাড়া মেলেনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত